কলকাতা: যে সময়ে 'ধূমকেতু' (Dhumketu) মুক্তি পেয়েছিল, সেই সময়ে উপচে পড়েছিল, দেব (Dev) আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhasree Ganguly) জুটিকে ঘিরে। বক্সঅফিসে ছাপ ফেলার মতো ব্যবসা করেছিল 'ধূমকেতু'। আর এই ছবিই যেন ফের বীজ বপন করেছিল, 'দেশু7' (DeSu7)-এর। বছরেই শুরুতেই টলিউডের সবচেয়ে বড় চমকটি দিয়েছেন দেব। বছরের শুরুতেই তিনি জানিয়েছেন, এই বছর পুজোয় শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে নতুন ছবি আনতে চলেছেন তিনি। 

Continues below advertisement

আজ এই ছবি নিয়ে ফেসবুক লাইভে এসেছিলেন দেব আর শুভশ্রী। এত বছর পরে এই জুটি কেন ফেরার সিদ্ধান্ত নিলেন, কী কী চমক থাকবে 'দেশু'-র নতুন ছবিতে , তা নিয়ে বিভিন্ন কথাই বললেন দেব আর শুভশ্রী। তবে তার পাশাপাশি, ব্যক্তিগত জীবন নিয়েও বিশেষ বার্তা দিলেন অভিনেত্রী। দেব আর শুভশ্রী এদিন যুগ্মভাবে বলেন, অতীতে হয়তো তাঁদের একটা সম্পর্ক ছিল, কিন্তু তাঁরা আর অতীত নিয়ে বাঁচতে চান না। অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। তাঁরা এখন নিজের নিজের সঙ্গীকে নিয়ে সুখী রয়েছেন। নিজেদের শর্তে জীবন কাটাচ্ছেন। 

এদিন শুভশ্রী বলেন, তাঁকে ও দেবকে যদি রাজ চক্রবর্তী (Raj Chakraborty) আর রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) সমর্থন না করতেন, তাহলে তাঁরা ফের একসঙ্গে ছবি করার কথা পরিকল্পনাও করতে পারতেন না। দেব ও শুভশ্রীর সুরে সুর মিলিয়েই বলেন, রাজ ও রুক্মিণীর সম্মান রক্ষা করার দায়িত্ব তাঁদের ওপরেই বর্তায়। যেহেতু দেব আর শুভশ্রী একসঙ্গে কাজ করছেন, তা অর্থ এটা নয় যে রাজ ও রুক্মিণীকে অযথা আক্রমণ করা যাবে। দেব বলেন যে, রাজের সম্মানকে তিনি নিজের সম্মান বলেই মনে করেন। পাল্টা শুভশ্রী ও বলেন যে, রুক্মিণীর সম্মানকেও তিনি নিজের সম্মান বলেই মনে করেন। ২ জনেই এই বিষয়টি পরিষ্কার করে দেন যে রাজ ও রুক্মিণীর সঙ্গে তাঁরা ২ জনেই ভীষণ ভাল আছেন এবং তাঁরা চান না যে তাঁদের কাজের জন্য এই ২ জন মানুষকে কোনোরকম কটু কথা শুনতে হোক।

Continues below advertisement

পাশাপাশি এদিনের লাইভে দেব আর শুভশ্রী ২ জনেই জানান, তাঁরা অতীতের মান অভিমান নিয়ে বাঁচতে চান না। সেই সব পরিস্থিতি কাটিয়ে এসেছেন তাঁরা। এখন কেবল বাংলা ছবির স্বার্থে একসঙ্গে লড়াই করতে চান। দেব এদিন এ ও বলেন, তিনিই শুভশ্রীকে ছবির অফার নিয়ে ফোন করেছিলেন এবং গল্প না শুনে, পরিচালক না জেনেও ৩০ সেকেন্ডে ছবিটি করার জন্য রাজি হয়ে যান শুভশ্রী।