কলকাতা: নতুন বছরে জোড়া ঘোষণা দেবের (Dev)। বছর শেষে মুক্তি পেয়েছে 'প্রজাপতি ২' (Projapoti 2)। প্রেক্ষাগৃহে এখনও দুর্দান্ত ইনিংস সেই সিনেমার। ইতিমধ্যেই বছর শেষে, নিজের ৫০তম সিনেমা, 'বাইক অ্যাম্বুল্যান্স দাদা'-র কথা ঘোষণা করেছেন দেব। আজ বছরের শুরুতে ঘোষণা করলেন 'বাইক অ্যাম্বুল্যান্স দাদা'-র মুক্তির দিন। পাশাপাশি দিলেন নতুন সিনেমার খবর ও। আসছে 'টনিক'-এর সিক্যুয়াল, 'টনিক ২' (Tonic 2)। আজ সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করে নিয়েছেন দেব। অভিজিৎ সেনের পরিচালনায় ২০২১ সালে মুক্তি পেয়েছিল 'টনিক'। বক্সঅফিসে উল্লেখযোগ্য ব্যবসা করেছিল এই সিনেমা, দর্শকদের ভীষণ মনেও ধরেছিল। পরবর্তীতে বিভিন্ন সাক্ষাৎকারে বারে বারে দেবের কথায় উঠে এসেছে, 'টনিক'-এর প্রসঙ্গ। আর এবার, সেই সিনেমারই সিক্যুয়াল নিয়ে আসছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও অতনু রায়চৌধুরীর প্রযোজনা সংস্থা।
'টনিক' এর প্রসঙ্গ উঠলেই দেব ছাড়াও আরও একজনের কথা বলতে হয়। তিনি পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandhopadhay)। 'টনিক' ছবিতে দেব আর পরাণ বন্দ্যোপাধ্যায়ের রসায়ন দর্শকের মন কেড়ে নিয়েছিল। দেব যে টিজার প্রকাশ্যে এনেছেন, সেখানে ইঙ্গিত দিয়েছেন যে, সঙ্গে থাকবে 'কাকা'। এরপর থেকেই অনুরাগীদের প্রশ্ন, তাহলে কী এই ছবিতেও দেবের সঙ্গে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়েরপ সেই মন ভাল করা রসায়ন? তা নিয়ে অবশ্য ধোঁয়াশা বজায় রেখেছেন নায়ক আর পরিচালক। তবে এই সিনেমার ঘোষণা হয়েছে মাত্র। এখনও শ্যুটিং শুরু হতে ঢের দেরি। ছবি নিয়ে যাবতীয় তথ্য ক্রমশ প্রকাশ্যে আসবে বলেই আশা অনুরাগীদের।
এর আগে, ২৫ ডিসেম্বরই নিজের নতুন সিনেমার ঘোষণা করেছিলেন দেব। বাস্তব জীবনের এক নায়কের গল্প এবার পর্দায় তুলে নিয়ে আসবেন দেব । পদ্মশ্রী করিমুল হকের জীবনে গল্প অনেকেরই জানা । অ্যাম্বুল্যান্সের অভাবে প্রয়াত হয়েছিলেন তাঁর মা । সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যেতে পারেননি পরিবারের মানুষেরা । তারপরেই করিমুল নিজের কাছে নিজেই প্রতিজ্ঞা করেন, গ্রামের কেউ যেন অ্যাম্বুল্যান্সের অভাবে মারা না যান । বাইকে করেই অসুস্থ রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়ে তিনি প্রাণ বাঁচিয়েছেন হাজার হাজার মানুষের । বাস্তবের সেই নায়ককে নিয়েই দেবের নতুন সিনেমা ।