কলকাতা: ভারতের স্বাধীনতার হীরক জয়ন্তীতে (75th Independence Day of India) নতুন চমক নিয়ে এলেন বাংলা বিনোদন দুনিয়ার 'সুপারস্টার' দেব (Dev)। এবার তাঁকে দেখা যাবে স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীনের ভূমিকায়। প্রকাশ্যে এল ছবির প্রথম লুক টিজার (Teaser)।


প্রকাশ্যে 'বাঘা যতীন' টিজার


সোমবার, ১৫ অগাস্ট, স্বাধীনতা দিবসে প্রকাশ্যে এল দেব অভিনীত ও 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স' প্রযোজিত 'বাঘা যতীন' (Bagha Jatin) ছবির প্রথম টিজার লুক। পরিচালনার দায়িত্বে অরুণ রায় (Arun Roy)। 


এদিন সোশ্যাল মিডিয়ায় নিজের আগামী ছবির টিজার পোস্ট করে দেব লেখেন, "যতীন মুখার্জি হয় মারে না হয় মরে, ধরা দেয় না "। ৭৫ তম স্বাধীনতার এই মহোৎসবে উন্মোচিত হবে এক বাঙালীর বীরগাথা, বাংলার বীর - বাঘাযতীন ।' (অপরিবর্তিত)


এই ছবির খবর মিলেছিল আগেই। তবে অভিনেতা ও প্রযোজনা সংস্থার তরফে আনুষ্ঠানিক ঘোষণা এই প্রথম। টিজার পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে অনুরাগীদের শুভেচ্ছার বন্যা। অ্যানিমেশনে তৈরি টিজারে গায়ে কাঁটা দেওয়া মুহূর্তের ভিড়। 


 






প্রসঙ্গত, এই বছরের শুরুতেই মুক্তি পেয়েছে দেশাত্মবোধক ছবি '৮/১২'। সেই ছবির পরিচালনা করেছিলেন অরুণ রায়। বিনয়, বাদল ও দীনেশের সংগ্রামের ওপর ভিত্তি করে তৈরি যে ছবি দর্শকদের মনে বেশ ভাল মতো জায়গা করতে পেরেছে। ফলে তাঁর হাত ধরে আরও এক স্বাধীনতা সংগ্রামীর গল্প আবারও সাড়া ফেলবে বলে আশা সকলের।


আরও পড়ুন: Aparna Sen: 'ভারতীয় চলচ্চিত্র উৎসব, মেলবোর্ন'-এ সেরা পরিচালকের তকমা পেলেন অপর্ণা সেন


অন্যদিকে, মুক্তির অপেক্ষায় দেবের একগুচ্ছ ছবি। তারই সঙ্গে দেব ও রুক্মিণী উভয়েই এখন রয়েছেন ছোটপর্দায়। ডান্স রিয়েলিটি শো 'ডান্স ডান্স জুনিয়র'-এর বিচারকের আসনে তাঁরা এখন।