কলকাতা: শ্যুটিং করতে গিয়ে বাম চোখে আঘাত, ব্যান্ডেজ বেঁধেই রঙের উৎসবের আনন্দ উদযাপনে সামিল অভিনেতা সাংসদ দেব (Dev)। আপাতত ওড়িশায় 'বাঘাযতীন' (Baghajatin) -এর শ্যুটিং করছেন দেব। দোলের বেশ কয়েকদিন আগেই তিনি পাড়ি দিয়েছেন সেখানে। এবার তাঁর দোল কাটল বাংলার বাইরেই।                                                                                                                   


অরুণ রায়ের (Arun Roy)-এর পরিচালনায় বাঘাযতীন ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন দেব। সূত্রের খবর, অ্যাকশন দৃশ্যে শ্যুটিং করতে গিয়ে বাম চোখে আঘাত পেয়েছেন দেব। তবে সেই অবস্থাতেই সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করেছেন অভিনেতা। হাসিমুখে তাঁকে দেখে মনে হল, এমন কিছু গুরুতর নয় তাঁর আঘাত।  চিকিৎসকের নির্দেশেই চোখে ব্যান্ডেজ বাঁধতে হয়েছে তাঁকে। দোলের দিনে তাই সতর্কতা মেনেই সামান্য আবিরের দেখা মিলল দেবের গালে।                                                                           


২৬ জানুয়ারি প্রথম প্রকাশ পেয়েছিল 'বাঘাযতীন'-এর লুক।  দেব নিজের প্রথম লুক শেয়ার করে নিয়ে লিখেছিলেন, 'অজস্র কঠিন লড়াইয়ের পর ২০০ বছরের ইংরেজ শাসন ধুলিস্যাৎ করে ভারত পেয়েছিল এক স্বপ্নের স্বাধীনতা। সেই সব লড়াইয়ের ইতিহাসে আমরা পেয়েছি অনেক বীর যোদ্ধা, তাঁদের মধ্যে এক অন্যতম সংগ্রামী "বাঘাযতীন"-এর গল্প নিয়ে আমরা আসছি এই পুজোতে।'             


এর আগে ‘এগারো’, ‘বিনয়, বাদল দীনেশ’ এর মতো ছবি পরিচালনা করেছেন অরুণ। এবার দেব কে নিয়ে তিনি শুরু করবেন ‘বাঘা যতীন’ ছবির কাজ। এই ছবিও শোনাবে এক স্বাধীনতা সংগ্রামীর গল্প। ধুতি, পাঞ্জাবি কোটে এক ঝলকে দেবের লুক মনে করাতে পারে গোলন্দাজ-এর লুক। পাশেই দাঁড়িয়ে সৃজা। প্রকাশ পেয়েছে তাঁর লুকও। পর্দায় তাঁর চরিত্রের নাম ইন্দুবালা। 'বাঘাযতীন'-এর স্ত্রী। লাল শাড়ি আর সাদা শাড়ি লাল পাড়ে প্রকাশ্যে এসেছে তাঁর লুকও। সিঁথি ভরা সিঁদুর আর কপালে বড় লাল টিপে দেবের পাশে সুন্দর দেখাচ্ছে তাঁকে।     


সোশ্যাল মিডিয়ায় দেবের সুস্থতা কামনা করেছেন পরিচালক রামকমল মুখোপাধ্যায় (Ram Kamal Mukherjee)। সেখানে সুস্থতা কামনা করেছেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)।