কলকাতা: নির্বাচনের পরেই নতুন বেশ, নতুন রূপে ধরা দিলেন সাংসদ অভিনেতা দেব (Dev)! সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন নিজের ছবি। আর, সোশ্যাল মিডিয়ায় তাঁর এই ছবি দেখে, অনুরাগীরা শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে তুলনা টানলেন অনুরাগীরা? 


সোশ্যাল মিডিয়ায় আজ একটি ছবি শেয়ার করে নিয়েছেন দেব। সেখানে দেখা যাচ্ছে, ঘাড় পর্যন্ত লম্বা চুলে একটি ছোট্ট ঝুঁটি বেঁধেছেন দেব। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে, দেব স্বভাবজাতভাবে তাঁর ক্যাপশানে লিখেছেন, 'এমনি'। আর দেবের এই ছবিটি দেখে, অনেকে তুলনা টেনেছেন শাহরুখ খানের সঙ্গে। প্রসঙ্গত, এখন এই একই হেয়ারস্টাইল রাখছেন শাহরুখ খানও (Shah Rukh Khan)। সেই তুলনা টেনেই, অনেকে দেবের সঙ্গে তুলনা করেছেন নেটাগরিকরা। 


প্রসঙ্গত, নির্বাচনে ঘাটাল থেকে জয়ী হওয়ার পরেই কথা মতো বৃক্ষরোপণ শুরু করেছিলেন দেব। তিনি নির্বাচনের আগে কথা দিয়েছিলেন, 'যত ভোট-তত গাছ'। সেই কথা রাখতেই, নির্বাচনের পরে গাছ লাগাতে শুরু করেছেন দেব। অন্যদিকে, সদ্য নিজের নতুন ছবি 'খাদান'-এর শ্যুটিং শেষ করেছেন দেব। শেষ হয়ে গিয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee)-র সঙ্গে তাঁর নতুন ছবি 'টেক্কা'-র শ্যুটিংও। বর্তমানে রাজনীতির আঙিনাতেই বেশি দেখা যাচ্ছে দেবকে। নির্বাচনের কাজে ব্যস্ত ছিলেন তিনি। তবে বর্তমানে তিনি ফিরে এসেছেন আবার নিজের রুপোলি পর্দার দুনিয়ায়। শুরু করেছেন শ্যুটিংয়ের কাজ। 


সদ্য, দেবের নতুন সিনেমা 'বাঘাযতীন' মুক্তি পাচ্ছে টেলিভিশনে। এই ছবিটি যে সবাইকে দেখার মতো একটি ছবি, তা বারে বারেই বলেছিলেন দেব। বড়পর্দার পরে এই ছবি এবার মুক্তি পাচ্ছে ছোটপর্দায়। আগামী ২৩ জুন এই ছবির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার (World TV Premiere) হবে। এই ছবিটি কেবল পশ্চিমবঙ্গে নয়, মুক্তি পেয়েছিল গোটা ভারতে। অভিনয়ের সঙ্গে সঙ্গে ছবিটি প্রযোজনাও করেছিলেন দেব।


 






আরও পড়ুন: Tota Diet Routine: পাতে থাকে ভাত, আলু, চিনি, তেল.. টোটার অবাক করা ডায়েট চার্ট!


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।