কলকাতা: যাদবপুর বাঘাযতীন স্কুলে হঠাৎ হাজির দেব! প্রিয় অভিনেতাকে চোখের সামনে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ল ছাত্রছাত্রীরা। নাচে, গানে জমজমাট অনুষ্ঠান, সঙ্গে মিশে রইল আবেগও। ছোটদের সঙ্গে মিশে গিয়ে যেন ফের একবার মন কাড়লেন দেব!
সামনেই মুক্তি পাবে দেব অভিনীত ছবি 'বাঘাযতীন' (Baghajatin)। আগামী ১৯ তারিখ প্রেক্ষাগৃহে আসবে অরুণ রায় (Arun Roy) পরিচালিত এই ছবি। আর এই ছবির প্রচারে, নতুন গান 'জাগো রে বাঘা' (Jago Re Bagha) নিয়ে ছোটদের স্কুলে হাজির হলেন দেব। যেহেতু বাঘাযতীন ইতিহাস থেকে উঠে আসা একটি চরিত্র, সেই কারণে দেব চাইছেন এই ছবির বার্তা যাতে সবার কাছে পৌঁছে যায়। দেব বারে বারেই বলেছেন, ইতিহাসে এই সমস্ত চরিত্রদের কথা আরও বেশি করে থাকা উচিত। মানুষের জানা উচিত এই মানুষগুলোর বীরত্বের কথা।
ইমন চক্রবর্তী (Iman Chakraborty) ও স্নিগ্ধজিৎ ভৌমিক (Snigdhajit Bhowmik) গেয়েছেন এই গানটি। এর স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন বাঘাযতীন। আর সেই আবেগকেই ফুটিয়ে তোলা হয়েছে গানে। গানটি তৈরি করেছেন নীলায়ন চট্টোপাধ্যায়। এই গানটির মধ্যে দিয়ে তুলে ধরা হয় দেশের প্রতি স্বাধীনতা সংগ্রামীদের ভালবাসা, আবেগ ও স্বাধীনতা পাওয়ার জেদকে।
কিন্তু এদিন মঞ্চে উঠে যিনি কথা বললেন, তিনি কে? অভিনেতা দেব নাকি সাংসদ দেব। স্কুলের মঞ্চে যেন মিলে গেল দুই সত্ত্বা। দেবের গলায় শোনা গেল, 'শিক্ষার কোনও বিকল্প হয় না। বড় বড় ডিগ্রি থাকলে সম্মান থাকবে। সবাই ডাকবে চাকরি করার জন্যষ শিক্ষা না থাকলে সম্মান নেই। পড়াশোনা ভীষণ দরকার।' যে ছাত্র বা ছাত্রী যতই পড়াশোনায় অমনযোগী হোক না কেন.. প্রিয় নায়কের কথা মনে ছাপ ফেলবে না তাও কি হয়! এদিন দেবের প্রত্যেকটা কথা যেন ছিল ছবির প্রচার নয়, শিশুমনকে ছোঁয়ার জন্যই।
পরিচালক অরুণ রায় ফের এক ঐতিহাসিক চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন। এবার সেই চরিত্রে দেখা যাবে টলিউডের তারকা অভিনেতা দেবকে। বড়পর্দায় বাঘা যতীন হয়ে আসতে চলেছেন দেব। জুনের শেষ দিকে প্রকাশ্যে আসে প্যান ইন্ডিয়া এই ছবির নতুন পোস্টার। ছবিটি বাংলায় মুক্তি পাবে ১৯ অক্টোবর। হিন্দিতে এই ছবি মুক্তি পাবে ২০ অক্টোবর। নির্মাতাদের মতে, এই ছবি সংস্থার এযাবৎকালের সবচেয়ে বড় উপস্থাপনা। দুর্গাপুজো ও নবরাত্রির উৎসবের মরশুমের দর্শকই দেশাত্মবোধক এই ছবির লক্ষ্য।