কলকাতা: শেষ হল দেবের নতুন ছবি 'বাঘাযতীন' (Baghajatin)-এর শ্যুটিং। সোশ্যাল মিডিয়ায় সেই খবর নিজেই শেয়ার করে নিয়েছেন অভিনেতা। সাবেক ধুতি পাঞ্জাবি, পিছনে বিপ্লবী বাঘাযতীনের ছবি... দেব জানালেন, ছবির শ্যুটিং শেষ হয়েছে তাঁর। এই ছবির শ্যুটিং চলাকালীন, আহত হয়েছিলেন দেব। অবশেষে শেষ হল সেই ছবির শ্যুটিং। 


সদ্য প্রকাশ পেয়েছিল এই ছবির পোস্টার। আর সেই ছবিতে পাগড়ি, লম্বা দাড়িতে দেবকে চেনা দায়! তার ধুলোমাখা মুখে, বিস্ফারিত চোখে কত গল্প, কত ইতিহাস। সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল হয়ে গিয়েছিল দেবের এই লুক। সেইসঙ্গে প্রকাশ্যে এসেছিল মুক্তির দিন। ২০ অক্টোবর বাংলা ও হিন্দিতে একসঙ্গে মুক্তি পাবে এই ছবি। এই প্রথম, দেবের কোনও ছবি একইসঙ্গে দুটি ভাষায় অর্থাৎ প্যান ইন্ডিয়া মুক্তি পাচ্ছে। 


নির্মাতাদের মতে, এই ছবি সংস্থার এযাবৎকালের সবচেয়ে বড় উপস্থাপনা। মুক্তিযোদ্ধা 'বাঘা যতীন' বড়পর্দায় মুক্তি পাবে দুর্গাপুজোয়, ২০ অক্টোবর। দেশ জুড়ে মুক্তি পাবে এই ছবি। অর্থাৎ দুর্গাপুজো ও নবরাত্রির উৎসবের মরসুমের দর্শকই দেশাত্মবোধক এই ছবির লক্ষ্য। প্রসঙ্গত, গত বছর ১৫ অগাস্ট, স্বাধীনতার হীরক জয়ন্তীতে ঘোষণা করা হয় স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় অর্থাৎ 'বাঘা যতীন'-এর ভূমিকায় দেখা যাবে দেবকে। ছবির লুক টিজার প্রকাশ করা হয়েছিল সেদিনই। পরিচালনার দায়িত্বে রয়েছেন অরুণ রায়। 


আজ সোশ্যাল মিডিয়ায় দেব যে ছবি শেয়ার করে নিয়েছেন, সেখানে সাবেকি পোশাকে ছিলেন তিনি। সাধারণত, শ্যুটিং শেষ কেক কেটে উদযাপন করে যে কোনও টিম। তবে এই ছবি ধারা আলাদা। সম্ভবত সেই ভাবনাকে বজায় রেখেই দেব জানালেন শ্যুটিং শেষের কথা। অন্যদিকে, সামনেই নতুন ছবি 'প্রধান'-এর শ্যুটিং শুরু করবেন দেব। আর আপাতত সেই প্রস্তুতিতেই মগ্ন তিনি। 


সোশ্যাল মিডিয়ায় আজ নিজের ছবি শেয়ার করে দেব লিখেছেন, 'এমন একজন দেশপ্রেমিকের ভূমিকায় আমি অভিনয়ের সুযোগ পেয়েছি, যিনি আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। এই চরিত্রটা আমার অভিনয় জীবনে চিরকাল ঝলমলে হয়ে থাকবে। আমি চিরকাল নিজেকে ধন্য মনে করব যে এমন একটি চরিত্র আমি পর্দায় ফুটিয়ে তোলার সুযোগ পেয়েছি।'


 






আরও পড়ুন: Rekha Jaya: তিক্ততা কমল? দেখা হতেই একে অপরকে আলিঙ্গন রেখা-জয়ার, বসলেন পাশাপাশি!


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial