কলকাতা: এবার পুজোয় ৪টে ছবি মুক্তি পেলেও, লড়াইটা যেন মূলত ২টি ছবিরই। 'রঘু ডাকাত' (Raghu Dakat) আর 'রক্তবীজ ২' (Raktabeej 2)। হল পাওয়া নিয়ে চাপানউতোর থেকে শুরু করে, 'মাফিয়া কার্ড' আর 'ভিকটিম কার্ড' অনেক তত্ত্বই উঠে আসছে ইন্ডাস্ট্রির অন্দরে। দুটো ছবির প্রচারের অনুষ্ঠানে পড়ছে একই দিনে, কার্যত একই সময়ে। এখানেই শেষ নয়, শনিবার নেতাজি ইনডোর-এ 'রঘু ডাকাত'-এর ট্রেলার লঞ্চের পাশাপাশি, দেবের ২০ বছর উদযাপনের আয়োজন ও করা হয়েছিল। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)-এর একটি অডিও বার্তা চালানো হয় দেবের উদ্দেশে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছাবার্তা জানান দেবকে। টলিউডে ২০ বছর পারলেন দেব, সেই জন্য তিনি দেবের প্রশংসা করেন। তাঁর কথায়, 'দেব, তুমি খুব ভাল ছেলে'। তবে এর পরের দিনই দেখা গেল আরেক দৃশ্য। 'রক্তবীজ ২' নিয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) আর নন্দিতা রায় (Nandita Roy) পৌঁছে গিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে। এই বিষয় নিয়ে, এদিন মুখ খোলেন দেব।
মুখ্যমন্ত্রী দেবের উদ্দেশে বার্তা দিয়েছিলেন, 'তুমি খুব ভাল ছেলে, তুমি খুব ভাল অভিনয় ও করো। তুমি বাংলার গর্ব ও বটে। নৈতিকভাবে তোমাদের সঙ্গে আছি। ভাল করে কাজ করো জীবনে অনেক বড় হও। শুভনন্দন'। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান।
দেবের মুখে অবশ্য কখনোই লড়াইয়ের কথা থাকে না। তিনি সামগ্রিকভাবে বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাই বলেন। তবে এদিন শিবপ্রসাদ-নন্দিতার মুখ্যমন্ত্রীর কাছে যাওয়াকে নাম না করে প্রশংসাই করেন দেব। তিনি বলেন, 'ভাল তো। মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভাবেন... এই কিছুদিন আগেই উনি যে নিয়ম করেছিলেন যে, বাংলা সিনেমাকে প্রাইম টাইম দিতে হবে, ৫০ শতাংশ শো দিতে হবে। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে ওঁর অবদান অনেক। আমার প্রথম দিন থেকেই দিদির ওপর বিশ্বাস ছিল। নতুন যাঁরা রয়েছেন, তাঁরাও এখন দিদির ওপর বিশ্বাস করছেন। এটাকেও কপি করা বলব না। কিছু ভাল জিনিস কেউ করলে, আমাদের সেটাকে সমর্থন করা উচিত। আমরা সবাই তো খাটছি বাংলা সিনেমার জন্য। বাংলা ছবির যাতে ভাল হয়। আমি এই বিষয়টাকে সেইভাবেই দেখতে চাই।'
নেতাজি ইনডোরে 'মাফিয়া কার্ড' প্রশ্নের উত্তর দিতে গিয়ে, দেবের চোখে জল। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তরে দেব হেসে বললেন, 'আমার বাংলাটা খুব খারাপ। আমি বোঝাতে পারব না, কেন সেদিন চোখে জল ছিল। অনুষ্ঠানের দিন সকালে যখন নেতাজি ইনডোরে গিয়েছিলাম, ভীষণ বাজ পড়ছিল। মনে হচ্ছিল, এত দুর্যোগ পেরিয়ে মানুষ আসবেন না। কিন্তু সেদিন বাংলা সিনেমায় ইতিহাস তৈরি হয়েছে। মানুষ টিকিট কেটে ট্রেলার দেখেছেন। আমার কাছে এই মুহূর্ত যে কতটা গর্বের, এটা ভাষায় প্রকাশ করতে পারব না।'