কলকাতা: এত বছরের জমা মান, অভিমান.. সব দূরত্ব যেন এক নিমেষেই মুছে দিল 'ধূমকেতু' (Dhumketu)। পোশাক থেকে মনের রঙ, দুইই যেন মিলে গেল সোমবার সন্ধেয়। নজরুল মঞ্চে। পাশাপাশি বসলেন, যেন কত জমানো কথা বললেন তাঁরা। দেব (Dev) আর শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। কিন্তু তার মধ্যেও মান অভিমানের কথা উঠে এল কি? দেবের গলায় শোনা গেল অভিমানী সুর, পরিস্থিতি দক্ষ হাতে সামাল দিলেন শুভশ্রী। 

এদিন সঞ্চালক রোহনের তরফ থেকে প্রশ্ন রাখা হয়েছিল, এমন সময় আসে যখন বক্সঅফিসে দেব আর শুভশ্রী মুখোমুখি। ২ জনেরই আলাদা আলাদা সিনেমা মুক্তি পাচ্ছে। তখন অনুরাগীদের মধ্যেও যেন একটা যুদ্ধ লেগে যায়। কার ছবি বেশি সাফল্য পাবে, তাই নিয়ে। এই পরিস্থিতি কীভাবে সামলান দেব শুভশ্রী? এই প্রশ্নে উঠে আসে গতবছর মুক্তি পাওয়া দুটি ছবির কথা। দেব অভিনীত 'খাদান' আর শুভশ্রী অভিনীত 'সন্তান'। বক্সঅফিসে দুটি ছবিই একসঙ্গে মুক্তি পেয়েছিল। 

'সন্তান'-এর পরিচালক ছিলেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। নিজের ছবির প্রচারের জন্য তিনি একটি বিশেষ পদ্ধতি বের করেছিলেন। তিনি একটি বিশেষ কায়দায় ছবির নাম বলছিলেন, 'সন্তান, সন্তান, সন্তান...'। এদিন দেব বলেন, 'রাজকে আমি ভীষণ ভালবাসি। 'সন্তান, সন্তান, সন্তান...' বলা, সব ঠিক আছে। কিন্তু এই হাসিটা না হলেই পারত। ওই হাসিটা আমার খারাপ লেগেছে। আমি ওই ভিডিওটা দেখে আমার সহকারীকে ডেকে বলেছিলাম, 'আমরা কোন গিয়ারে প্রচার করছি?' সহকারী জানাল, 'আমরা টপ গিয়ারে আছি।' আমি বললাম, 'গিয়ার আরও ১০ গুণ বাড়িয়ে দে.. দেখিয়ে দিতে হবে।' যাই হোক.. বিষয়টা খুবই বাচ্চাদের মতো হয়তো.. তবু...'

এর উত্তরে পাশে বসে হাসছিলেন শুভশ্রী। তারপরে বললেন, 'একটা হাসি যদি ১০ লেভেল গিয়ার বাড়িয়ে দিতে পারে.. তাহলে তো আরও হাসব। কারণ আমি চাই, ওর প্রযোজনা সংস্থা আরও আরও বড় হোক।'

এদিন মঞ্চে সেই আইকনিক দৃশ্যের স্মৃতি ফিরিয়ে আনেন শুভশ্রী-দেব। নায়িকা নায়ককে জিজ্ঞাসা করেন, 'আমার সঙ্গে বন্ধুত্ব করবে?' দেব বলেন, 'কেন?' দর্শকেরাই সেই উত্তর দিয়ে দেন, 'এমনি'। এর পরে, হাত মিলিয়ে নেন দেব শুভশ্রী। নস্ট্যালজিক দর্শকেরা। এত আলো, এত উচ্ছ্বাসের মধ্যে, যেন নতুন করে নায়ক নায়িকা ঝালিয়ে নিলেন পুরনো বন্ধুত্ব। নাকি প্রেম?