কলকাতা: ভারতলক্ষ্মী স্টুডিওর একটা অংশকে সাজিয়ে তোলা হয়েছে পুরনো বাড়ির ধাঁচে। পুরনো থামে লাগানো কয়েকটা থিয়েটারের পুরনো পোস্টার। সেখানে পুরনো ধাঁচের পোশাকে ইতস্তত ঘুরে বেড়াচ্ছেন কয়েকজন অভিনেত্রী-অভিনেতা। তবে সবার মধ্যে নজর কাড়ছেন যিনি, তাঁর গা ভর্তি গয়না, পরিপাটি করে বাঁধা চুল। ভারি শাড়িতে, পরিপাটি সাজে অপরূপা তিনি। কে? পর্দার বিনোদিনী দাসী ওরফে রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)।
শ্যুটিং চলছে রামকমল মুখোপাধ্যায় (Ram Kamal Mukherjee)-র নতুন ছবি 'বিনোদিনী একটি নটির উপাখ্যান'-এর মুখ্যচরিত্রে রয়েছেন রুক্মিণী মৈত্র। আপাতত তারই শ্যুটিং চলছে কলকাতায়। বিনোদিনীর বেশে দারুণ দেখাচ্ছে রুক্মিণীকে। শ্যুটিং চলাকালীন একবার সেটে এসে ঘুরেও গিয়েছেন দেব। কিন্তু তার পরেই তিনি পাড়ি দিয়েছেন উড়িষ্যায়।
আরও পড়ুন: Suniel Shetty: অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন ভাগ করার জন্য় মুখিয়ে সুনীল শেট্টি! কেন?
রুক্মিণীর অন্যতম গুরুত্বপূর্ণ ছবির কাজ চললেও, তাঁর পাশে থাকতে পারছেন না দেব। তাঁর 'বাঘাযতীন' ছবির শ্যুটিং শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে দেখা যাবে দেবকে। দেব ও রুক্মিমী দুজনেই অভিনয়ের মাধ্যমে তুলে ধরছেন দুই পিরিয়ডকে। তবে অবশ্যই আলাদা ছবিতে। সোশ্যাল মিডিয়ায় উড়িষ্যা থেকে ছবি শেয়ার করে নিয়েছেন দেব। তবে তা পিছন থেকে চেয়ারে বসে। প্রকাশ করেননি তাঁর মেক আপ।
তবে ইতিমধ্যেই একদিন রুক্মিণীর সেটে হাজির থেকেছেন দেব, ছবি শেয়ার করে নিয়েছেন সেখান তিনি। জানিয়েছেন, রুক্মিণীর এই কাজটির জন্য ঠিক কতটা উদগ্রীব ও আগ্রহী তিনি।