কলকাতা: একটা সময়ে তাঁর ইন্ডাস্ট্রিতে আসা কিছুটা হঠাৎ করেই। বাবা ইন্ডাস্ট্রির সঙ্গেই যুক্ত ছিলেন বটে, তবে রুপোলি পর্দার সঙ্গে নয়। তারকাদের জন্য রান্না করতেন বাবা। আর বাবাকে সাহায্য করতে করতেই ইন্ডাস্ট্রিতে প্রথম যাতায়াত শুরু হয় তাঁর। ফেলে আসা ২০টা বছর তাঁকে অনেক কিছু শিখিয়েছে। কখনও ফ্লপ সিনেমা, একের পর এক ছবির সাফল্য না পাওয়া.. আবার কখনও চূড়ান্ত সাফল্যের মুখ দেখা... সবই পেরিয়ে এসেছেন তিনি। ২০ বছর পেরিয়ে, নতুন ছবি 'রঘু ডাকাত' (Raghu Dakat)-এর মুক্তির আগে ফেলে আসা ২০টা বছর ফিরে দেখলেন দেব (Dev)।
সোশ্যাল মিডিয়ায় দেব শেয়ার করে নিয়েছেন তাঁর প্রথম ফটোশ্যুটের ছবি। সেই ছবিতে দেব-কে চেনাই দায়। ২০ বছর আগের ছবিতে তাঁর বয়স অনেকটাই অল্প। মুখে সেই সারল্য। জেল লাগানো চুল যেন মনে করিয়ে দিচ্ছে পুরনো দিনের সেই স্টাইল স্টেটমেন্ট। লাল পোশাকে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন দেব। মুখে হালকা হাসি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে দেব লিখেছেন, 'আমার জীবনের প্রথম ফটোশ্যুট থেকে শুরু করে, এখন 'রঘু ডাকাত'-এর মেগা ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। ২০ বছরের এই সফরটা ছিল কী দুর্দান্ত। প্রত্যেকটা পা ফেলা, প্রত্যেকটা লড়াই, প্রত্যেকটা সময় যেন এক একটা মাইলস্টোন হয়ে থেকে যাবে জীবনে। আমি দর্শকদের কাছে এতটাই কৃতজ্ঞ, যে আমি ভাষায় প্রকাশ করতে পারব না।'
সোশ্যাল মিডিয়ায় দেবের এই ছবি দেখে আবেগে ভেসেছেন অনেকেই। অনেকেই মনে করিয়ে দিয়েছেন দেবের কেরিয়ারের প্রথম দিকে ছবিগুলির কথা। কেরিয়ারের একটা সময়ে, কমার্শিয়াল ছবির ধারায় একটা বড় বদল এনেছিল দেবের ছবি। মানুষ যখন হলমুখী হচ্ছিলেন না, সেই সময়ে মানুষকে প্রেক্ষাগৃহে ফিরিয়েছিল দেবের একাধিক ছবি। সেই সময়ের কথা মনে করেছেন অনেক দর্শক। একটা সময়ে, বেশ অন্য ধারার ছবির দিকে ঝুঁকেছিলেন দেব। করেছিলেন বিভিন্ন রকম চরিত্র। বর্তমানে আবার ধীরে ধীরে কমার্শিয়াল ছবির দুনিয়ায় ফিরছেন দেব। তাঁর ছবি 'খাদান'-একেবারেই একটি কমার্শিয়াল ছবি ছিল। আর তাঁর আগামী ছবি 'রঘু ডাকাত'-এও কমার্শিয়াল ছোঁয়া রয়েছে।