কলকাতা: জন্মদিনের দিন, শুভেচ্ছাবার্তা এসেছিল রাতের দিকে, আর তার পরের দিন, প্রেমিকার জন্মদিন উদযাপনের ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন দেব (Dev)। গতকাল, অর্থাৎ ২৭ তারিখ জন্মদিন ছিল রুক্মিণী মৈত্রের (Rukmini Maitra)। বিশেষ দিনটা যেমন ছবির প্রচারে কাটিয়েছেন রুক্মিণী, তেমনই কাটিয়েছেন পরিবারের সঙ্গেও। সন্ধেয় পরিবারের সঙ্গে সময় কাটানো ও রাতে পরিবারের সঙ্গে উদযাপন রুক্মিণীর।
দেব সদ্য সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করে নিয়েছেন। তার প্রথম ছবিটি রুক্মিণীর সঙ্গে। লাল গাউন আর ব্যাকব্রাশ করে টেনে বাঁধা খোঁপায় ঝলমলে বার্থডে গার্ল। পাশে অফ হোয়াইট গাউনে তাঁর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেব। পরের দুটি ছবিই অবশ্য মন জয় করে নেওয়ার মতো। পরের ছবিতে দেখা যাচ্ছে, মাকে জড়িয়ে ধরে চুম্বন করছেন দেব। আরও একটি ছবিতে দেখা যাচ্ছে, তাঁকে আদর করছেন রুক্মিণীর মা। যেন জীবনের ৩ গুরুত্বপূর্ণ নারীর কথা শেয়ার করে নিয়েছেন দেব।
অন্যদিকে ফেসবুকে দেব শেয়ার করে নিয়েছেন রুক্মিণীর বার্থডে পার্টির ঝলক। সেখানে দেখা গেল, অন্যান্য অতিথিদের সঙ্গে নজর কাড়ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। হাজির ছিলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo), অতনু-অভিজিৎও।
এর আগে, রুক্মিণীর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন দেব। বেশিরভাগ ছবিই অদেখা। প্রিয় মানুষের সঙ্গে দেশে-বিদেশে ঘোরার একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছিলেন দেব। কখনও বরফের মধ্যে, কখনও আবার সমুদ্রের নিচের স্কুবা ডাইভিংয়ের সঙ্গী রুক্মিণী। সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলি শেয়ার করে দেব লিখেছেন, 'শুভ জন্মদিন রুক্মিণী। আমার জীবনে এসে জীবনটাকে আরও সুন্দর করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তুমি এতদিন যা যা চেয়ে এসেছো, ভগবান তোমায় সেই সমস্ত কিছু দিক। আর একটা কথা না বললেই নয়, তুমি আমার সেরা সফরসঙ্গী। তোমার জীবনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মিনিট ভাল কাটুক।'
জন্মদিনের সন্ধেবেলা বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে সিনেমা দেখেছেন রুক্মিণী। সেখানে হাজির ছিল তাঁর ভাইঝিও। সবার সঙ্গে একসঙ্গে কেক কাটেন রুক্মিণী। বাচ্চাদের হাতে তুলে দেন উপহারও।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।