নয়াদিল্লি:  জামিন পেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ঝাড়খণ্ড হাইকোর্টে জামিন মঞ্জুর হল হেমন্ত সোরেনের। জমি কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল হেমন্ত সোরেনকে। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল ইডি। গত ৩১ শে জানুয়ারি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন সোরেন। জমি দুর্নীতিতে আর্থিক তছরুপের মামলায় তাঁকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি।  প্রায় পাঁচ মাস পরে জামিনে মুক্তি পেতে চলেছেন হেমন্ত। 


সোরেনের জামিনের খবরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, 'হেমন্ত সোরেন, একজন গুরুত্বপূর্ণ আদিবাসী নেতা। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে একটি মামলার জন্য পদত্যাগ করতে হয়েছিল। কিন্তু আজ তিনি মহামান্য উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন!  আমি খুবই খুশি এবং আমি নিশ্চিত যে তিনি অবিলম্বে তাঁর কাজ শুরু করতে পারবেন। আমাদের মাঝে তাঁকে আবার স্বাগতম!' 






 


গ্রেফতারের ঠিক আগের মুহূর্তে রাজভবনে গিয়ে মুখ্য়মন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন শিবু সোরেনের ছেলে হেমন্ত। জমি দুর্নীতিতে জড়িত অভিযোগে লোকসভা ভোটের মুখে তাঁর গ্রেফতারির পরই গর্জে ওঠে ইন্ডিয়া জোটের শরিকরা।  ভোটের  আগে সে - রাজ্যে মোদি বিরোধী জোটের প্রধান মুখ এবং শিবু সোরেনের ছেলে হেমন্ত সোরেনকে ইডির গ্রেফতারি নিয়ে রাজনৈতিক মহলের একাংশ সমালোচনায় সরব হয়।


গত ফেব্রুয়ারিতে আদালতের নির্দেশে  ঝাড়খণ্ড বিধানসভায় ২ দিনের বিশেষ অধিবেশনে চম্পই সোরেনের 
আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে যোগ দেন হেমন্ত।  সেদিনও তিনি দুর্নীতি ইস্যুতে চ্যালেঞ্জ ছুড়েছিলেন। বলেন, 'সাড়ে ৮ একর জমি কেলেঙ্কারিতে আমায় গ্রেফতার করেছে। যদি আমার নামে নথি দেখাতে পারে, রাজনীতি ছেড়ে দেব। দেশের আদিবাসী, দলিতের উপর অত্যাচার চলছে,রাজনীতিতে পেরে না উঠে পিছন থেকে ছুরি মারছে'। ঝাড়খণ্ড বিধানসভায় দাঁড়িয়ে বলেন ইডির হাতে গ্রেফতার ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী।


হেমন্ত সোরেনের আগে ঝাড়খণ্ডের আরও দুই প্রাক্তন মুখ্য়মন্ত্রী শিবু সোরেন এবং মধু কোড়া গ্রেফতার হয়েছিলেন।       


আরও পড়ুন : 


বঙ্গ জুড়ে দুর্যোগ, কলকাতায় আসছে ঝমঝমিয়ে বৃষ্টি, কোন কোন জেলায় বিশেষ সতর্কতা?