রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: ডুয়ার্সে শ্যুটিং করছেন দেব (Dev), সোহম চক্রবর্তী (Soham Chakraborty)- ও 'প্রধান' -এর গোটা টিম। আর সেই শ্যুটিংয়ের জন্য একটি রিসর্টে থাকছেন তাঁরা। সেখানেই ঘটে গেল একটি ঘটনা। আজ সকালে হঠাৎ অভিনেতাদের সেই রিসর্ট থেকে উদ্ধার হল ১৫ ফুটের একটি অজগর সাপ!
সকালে তাঁদের রিসর্টে অজগর উদ্ধারের খবর শুনেই ছুটে আসেন অভিনেতা অভিনেত্রীরা সবাই। তাঁদের মধ্যে সবচেয়ে সাহসীকতার কাজ অবশ্য করেন অভিনেতা সোহম। তিনি এগিয়ে এসে অজগরটিকে হাতে তুলে নেন। পরপর কয়েকটা ছবিও তোলেন। তবে সেই অজগর হাতে একা ছিলেন না সোহম, তাঁর সঙ্গে ছিলেন বন দফতরের কর্মীরা। অভিনেতাকে এমন সাপ হাতে দেখতে পেয়ে সেখানে চলে আসেন তাঁর অনুরাগীরাও। অজগর সাপের সঙ্গে অভিনেতাকে ফ্রেমবন্দি করেন তাঁরা।
দেব বা বিশ্বনাথ বসু (Biswanath Basu) কেউই সাপ নিয়ে ছবি তোলেননি। সোশ্যাল মিডিয়ায় অবশ্য অজগর সাপ ধরার একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন বিশ্বনাথ। লিখেছেন, 'সুপ্রভাত, টাটকা খবর, প্রধান, উত্তরবঙ্গ।' সোশ্যাল মিডিয়ায় অবশ্য এই অজগরের ছবি শেয়ার করেননি দেব। তিনি সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে পাহাড়ি নদীতে দাঁড়িয়ে কয়েকটি ছবি শেয়ার করে নিয়েছেন তিনি।
এই ছবির হাত ধরেই বড়পর্দায় পা রাখছেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)। বাঙালি দর্শকের প্রিয় 'মিঠাই'। ছোটপর্দার গণ্ডি পেরিয়ে এবার তিনি বড়পর্দায়। আর প্রথম ছবিতেই বাজিমাত। স্বয়ং দেবের বিপরীতে অভিনয় করবেন তিনি। অন্যদিকে, এই ছবির জন্য বহুদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন অভিনেতা দেব। সেই ছবিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এদিন প্রথম পোস্টার প্রকাশ্যে আসে। তা দেখেই স্পষ্ট ছবিতে দেবের নাম দীপক প্রধান। পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন তিনি।
এর কিছুদিন আগে দেব পোস্ট করেন 'প্রধান' ছবির জন্য প্রস্তুতি নেওয়ার। বিভিন্ন ছবির নানা ধরনের চরিত্র। বিভিন্ন চরিত্রের জন্য মানানসই চেহারা, চুল ইত্যাদি বদলে থাকেন তারকারা। এক্ষেত্রেও খানিক তাইই। যে ছবি পোস্ট করেন দেব, সেখানে দেখা যাচ্ছিল একটি বিছানার ওপর উপুড় হয়ে শুয়ে রয়েছে। পিঠের ওপর একগুচ্ছ ঢাকনার মতো বস্তু। ক্যাপশনে কিছু উল্লেখ না করলেও দেখে মনে হয় 'কাপিং থেরাপি' করাচ্ছিলেন অভিনেতা। যদিও নিজে সে ব্যাপারে কিছু উল্লেখ করেননি। এই থেরাপি সাধারণত শরীরকে রিল্যাক্স করতে, প্রদাহ কমাতে, শরীরের টক্সিন বের করতে, রক্ত সঞ্চালন স্বাভাবিক করতে ব্যবহার করা হয়।
আরও পড়ুন: New Web Series: যুধাজিৎ-দেবলীনার নতুন ওয়েব সিরিজ 'NH6', থাকছেন রাজেশও