কলকাতা: আরজি কর আবহে এখনও অশান্ত গোটা কলকাতা সহ দেশ। তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা ভুলতে পারছেন না কেউই। আর এই আবহেই পুজোর সময় মুক্তির অপেক্ষায় সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রযোজিত ছবি 'টেক্কা' (Tekka)। আর সেই ছবির একটি পোস্টারকে ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। ছবির পোস্টার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক আক্রমণও। আর এবার, কটাক্ষ ও বিতর্কের মুখে পড়ে গোটা কলকাতা জুড়ে সেই পোস্টার বদল করে দিল প্রযোজনা সংস্থা।
কী ছিল সেই পোস্টারে?
ছবির গল্পে দেখানো হয়েছে, ইরা অর্থাৎ স্বস্তিকার চরিত্রের মেয়েকে অপহরণ করে ইকলাখ অর্থাৎ দেব। ছবির টিজারেই তা স্পষ্টভাবে দেখা গিয়েছে। দেবকে দেখা যাবে একজন সাফাইকর্মীর চরিত্রে। রুক্মিণী মৈত্রকে দেখা যাবে একজন পুলিশের চরিত্রে। এই মূল তিন চরিত্রের পোস্টারই পড়েছে কলকাতা জুড়ে। আর সেখানেই, স্বস্তিকা পোস্টারের পাশে লেখা রয়েছে, 'আমার মেয়েকে ফেরাবে কে?' এই পোস্টার নিজের এক্স অ্যাকাউন্ট থেকে শেয়ার করে কটাক্ষ করেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর অভিযোগ ছিল, আরজি কর আবেগকে কাজে লাগিয়ে ছবির প্রচার করা হচ্ছে। এই বিষয়ে তিনি বিঁধেছিলেন সৃজিত ও স্বস্তিকাকে। কুণাল ঘোষ শেয়ার করার পরেই এই পোস্টার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, অনেকে যদিও বোঝেন এ শুধু ছবির সংলাপ, তবে অনেকেই আবার এই সংলাপের সঙ্গে আরজি কর আবহের মিল খুঁজে পেয়েছেন। এই বিতর্কে কার্যত দ্বিধাবিভক্ত হয়ে যায় সোশ্যাল মিডিয়া। কুণাল ঘোষের পোস্টের উত্তর হিসেবে স্বস্তিকা বলেন, 'সিনেমায় কীভাবে কাজ হয় উনি জানেন না। আমার ছবির পোস্টারের অনুমোদন আমার থেকে নেওয়া হয় না।'
বিতর্ক এড়াতেই পদক্ষেপ?
এরপরে শুক্রবার দেখা যায়, শহরের বড় বড় প্ল্যাকার্ড থেকে সরিয়ে ফেলা হয়েছে 'আমার মেয়েকে কে ফেরাবে' পোস্টার। তার বদলে লেখা হয়েছে, 'আমার অবন্তিকাকে কে ফেরাবে ?' মনে করা হচ্ছে, আরজি কর আবহে বিতর্ক এড়াতেই 'মেয়ে' শব্দটির বদলে ছবির চরিত্রের নাম যোগ করা হয়েছে। পুরনো সমস্ত পোস্টারই প্রায় সরিয়ে ফেলা হয়েছে। বদলে রয়েছে 'অবন্তিকা' নামের পোস্টার। ইরার চরিত্রের মেয়ের নাম অবন্তিকা। অন্যদিকে দেব ও রুক্মিণীর ছবি দেওয়া পোস্টারে কিন্তু কোনও বদলের প্রয়োজন হয়নি।
আরও পড়ুন: Swastika on Dev-Rukmini: রুক্মিণীর কাছে ডায়েট টিপস নিতেন সেটেই, দেবের প্রশংসায় পঞ্চমুখ স্বস্তিকা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।