কলকাতা: দীর্ঘদিন পরে পর্দায় আবার তাঁদের জুটিতে দেখতে পাবেন দর্শক। দেব (Dev) আর শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)-র জুটি। শ্যুটিংয়ের প্রায় ৯ বছর পরে বড়পর্দায় মুক্তি পাচ্ছে 'ধূমকেতু'। আজ মুক্তি পেল সেই ছবির প্রথম গান। অরিজিৎ সিংহ (Arijit Singh) ও শ্রেয়া ঘোষালের (Shreya Ghoshal)-এর কন্ঠে মুক্তি পেল, 'গানে গানে'। গানটি কম্পোজ করেছেন অনুপম রায়। আজ মুক্তি পাওয়ার পর থেকেই এই গানটি দর্শকদের মধ্যে যথেষ্ট ভাল প্রতিক্রিয়া পেয়েছে।

আজ মুক্তি পেয়েছে এই সিনেমার প্রথম গান। সেখানে দেখা যাচ্ছে, একটি পাহাড়ি পথ দিয়ে সাইকেল নিয়ে হেঁটে যাচ্ছেন শুভশ্রী। তাঁর সাইকেলের বাস্কেটে এক বাস্কেট ফুল। আর তাঁর পিছন পিছন হেঁটে যাচ্ছেন দেব। আর সেখানেই, গানে গানে দেব শুভশ্রীকে বলছেন, তাঁর ভালবাসার কথা। আর শুভশ্রী দেবের কথাকে পাত্তা না দিয়ে এগিয়ে যাচ্ছেন পাহাড়ি রাস্তা ধরে। গোটা গানে রয়েছে চোখ জুড়নো পাহাড়ের দৃশ্য। এই ছবির অধিকাংশ অংশই সিমলায় শ্যুটিং হয়েছে।

গানের একেবারে শেষে দেখা যায়, শুভশ্রী দেবকে প্রত্যুত্তর দিচ্ছেন। গানে গানেই যে তাঁদের প্রেম শুরু হচ্ছে। এই গান মুক্তি পেতেই তা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দেব শুভশ্রীর জুটি একটা সময়ে দর্শকদের প্রথম পছন্দ ছিল। একের পর এক দর্শকদের হিট ছবি উপহার দিয়েছেন তাঁরা। তবে দীর্ঘদিন থেকেই আর পর্দায় একসঙ্গে কাজ করেন না তাঁরা। এই ছবির শ্যুটিং দীর্ঘদিন আগেই করা হয়ে গিয়েছিল। সেই ছবিই মুক্তি পাচ্ছে এতদিন পরে। 

দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সঙ্গে যৌথভাবে এই ছবিটি প্রযোজনা করছেন, রানা সরকার। তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, এই ছবি যদি হিট হয়, তাহলে ফের একসঙ্গে কাজ করবেন দেব ও শুভশ্রী। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই সিনেমার টিজার ও প্রথম গান। দর্শক ইতিমধ্যেই এই ছবিকে ভালবাসা দিয়েছেন। এই সিনেমা দেখার জন্য অনেকদিনের অপেক্ষায় রয়েছেন সকলেই। এবার দেব শুভশ্রী জুটির নস্ট্যালজিয়া দেখার জন্য দর্শক কতটা হল ভরান, সেটাই এখন দেখার। নতুন গানটি ইতিমধ্যেই ৩ লাখেরও বেশি লোক দেখে ফেলেছেন।