কলকাতা: প্রিয় মানুষের জন্মদিন। তাই একের পর এক ছবি ও ভিডিও পোস্ট করে শুভেচ্ছা জানাচ্ছেন 'ডিয়ার হাজব্যান্ড'কে। কার কথা বলছি বলুন তো? গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee) ও দেবলীনা কুমার (Devlina Kumar)।


'হ্যাপি বার্থডে হাজব্যান্ড'


আজ, ১৫ জুন, গৌরব চট্টোপাধ্যায়ের জন্মদিন। এদিন দুপুরের দিকে নিজের প্রোফাইলে গৌরবের সঙ্গে একটি আদুরে ছবি পোস্ট করে দেবলীনা কুমার লেখেন, 'শুভ জন্মদিন হাজব্যান্ড'। 


 






এরপর একটি ভিডিও পোস্ট করেন দেবলীনা। সেখানে একাধিক পোজে, একাধিক সময়ে গৌরবের একগুচ্ছ ছবি ও ভিডিওর কোলাজ দেখতে পাওয়া যায়। কোনও ছবিতে সঙ্গী স্ত্রী, কোথাও তিনি একাই। কোনওটা শ্যুটিংয়ের মাঝে তোলা ছবি তো কোনওটা সাইক্লিংয়ের মাঝে। কোথাও একরত্তি গৌরবকে দেখা যাচ্ছে, তো কোথাও ঝাঁটা হাতে একেবারে 'ডিয়ার হাজব্যান্ড' পোজে রয়েছেন তিনি। 


 






ভিডিও পোস্ট করে ক্যাপশনে দেবলীনা লেখেন, 'ও খুবই সৌখিন এবং সিরিয়াস টাইপের। কিন্তু এক ছাদের তলায় থাকতে থাকতে তাঁর আজব সময়েও ছবি তোলার সুযোগ পাওয়া যায়। শুভ জন্মদিন, আমার চোখের মণি।' 


আরও পড়ুন: Brahmastra Trailer: 'ব্রহ্মাস্ত্র' ছবির ট্রেলারে ত্রিশূল হাতে রহস্যময় ব্যক্তি কি শাহরুখ খান? উত্তাল ট্যুইটার


প্রসঙ্গত, এই প্রথম বড়পর্দায় একে অপরের বিপরীতে দেখা যাবে গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমারকে। সৌজন্যে পরিচালক রাজর্ষি দে-র মায়া (Maya)। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। প্রকাশ পেয়েছে গৌরব ও দেবলীনার লুকও।