মুম্বই: একদিকে যখন বক্স অফিসে ঝড় তুলেছে কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) 'ভুলভুলাইয়া টু' (Bhool Bhulaiyaa 2), তখন অন্যদিকে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) 'ধাকড়' (Dhaakad)। বক্স অফিস কালেকশনে এখনও পর্যন্ত কার্যত চূড়ান্ত ব্যর্থ এই ছবি। সারাদেশে কতগুলো টিকিট বিক্রি হয়েছে, তা জেনে অবাক হচ্ছেন নেট নাগরিকরা।


'ধাকড়' বক্স অফিস কালেকশন-


করোনা সংক্রমণ কিছুটা কাটতেই খুলে গিয়েছে সিনেমা হল। বলিউডে মুক্তি পাচ্ছে একের পর এক ছবি। প্রতিটা ছবিই কম-বেশি নিজের নিজের যোগ্যতামতো ব্যবসা করছে। কিন্তু কঙ্গনা রানাউতের 'ধাকড়' ছবির ব্যবসা অবাক করে দিয়েছে নেট নাগরিকদের। এই ছবির সঙ্গে একইদিনে মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ান, কিয়ারা আডবাণী, তব্বু অভিনীত হরর কমেডি 'ভুলভুলাইয়া টু'। ইতিমধ্যে এই ছবি পৌঁছে গিয়েছে ১০০ কোটির ক্লাবের দোরগোড়ায়। শুক্রবার পর্যন্ত ৯৮.৫৭ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। অন্যদিকে একইসঙ্গে মুক্তি পাওয়া 'ধাকড়'-এর ব্যবসা চূড়ান্ত হতাশ করেছে নির্মাতাদের। জানা গিয়েছে, মুক্তি পাওয়ার পর আটদিন পেরিয়ে গেলেও কঙ্গনা রানাউতের ছবি ব্যবসা করেছে মাত্র ৪ হাজার ৪২০ টাকার। সারাদেশে এই ছবির টিকিট বিক্রি হয়েছে মাত্র ২০টি। না। একেবারেই ভুল পড়ছেন না। এই তথ্যই দিচ্ছেন ট্রেড অ্যানালিস্টরা। কঙ্গনার ছবির এমন ব্যর্থতা একেবারেই আশা করেননি নির্মাতারা জানা গিয়েছে, 'ধাকড়' ছবি তৈরির বাজেট ছিল ৮০ থেকে ৯০ কোটি টাকার। সেখানে ব্যবসা এখনও পর্যন্ত মাত্র ৪৪২০ টাকার। সর্বকালের সবথেকে বড় ব্যর্থ ছবি এখনও পর্যন্ত 'ধাকড়'। এমনই জানা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত।


আরও পড়ুন - Bollywood Updates: কী সম্পর্ক ছিল সিদ্ধার্থ শুক্লর সঙ্গে? সত্যিটা অবশেষে জানিয়ে দিলেন রশ্মি দেশাই


বিভিন্ন সূত্রে খবর, বক্স অফিসে যখন এতটাই হতাশাজনক ব্যবসা 'ধাকড়'-এর। তখন নির্মাতাদের নজর ছিল ওটিটি রাইটস বিক্রির দিকে। জানা যাচ্ছে, সেখানেই কার্যত স্ট্রাগল করতে হচ্ছে এই ছবিকে। খবর, এখনও পর্যন্ত কোনও ওটিটি প্ল্যাটফর্মেই বিক্রি হয়নি 'ধাকড়'-এর রাইটস। প্রসঙ্গত, কঙ্গনা রানাউত ছাড়া 'ধাকড়' ছবিতে দেখা গিয়েছে অর্জুন রামপাল, দিব্যা দত্ত, শাশ্বত চট্টোপাধ্যায় প্রমুখ অভিনেতাদের।