নয়াদিল্লি: 'ধামাকা' তারকা কার্তিক আরিয়ান ও ম্রুণাল ঠাকুর, সম্প্রতি তাঁদের সোশ্যাল মিডিয়ায় নিজের মায়েদের নিয়ে আবেগঘন পোস্ট করলেন। দুই তারকারই মায়ের একইদিনে জন্মদিন ছিল। একদিকে 'শেহজাদা' অভিনেতা মায়ের সঙ্গে নিজের একটি ছবি দিয়ে মিষ্টি ক্যাপশন লেখেন, অন্যদিকে 'জার্সি' অভিনেত্রী মায়ের একাধিক ছবি পোস্ট করে লম্বা পোস্ট লেখেন।


কার্তিক আরিয়ান নিজের মোবাইল স্ক্রিনের ওয়ালপেপারের একটি স্ক্রিনশট পোস্ট করেন। ওয়ালপেপারে মায়ের সঙ্গে কার্তিককে নাচের পোজে দেখা গেল। পোস্ট করে ক্যাপশনে কার্তিক আরিয়ান লেখেন, 'আমার জীবনের ওয়ালপেপারকে শুভ জন্মদিন'। 


 






ম্রুণাল ঠাকুরও মায়ের বিভিন্ন সময়ের একাধিক সুন্দর ছবি পোস্ট করে মারাঠি ভাষায় লম্বা নোট লেখেন। মাকে তিনি 'নিজের মন্দিরের ঈশ্বর' বলে সম্বোধন করেন। 


আরও পড়ুন: Mouni Roy: সামনেই সূরজ নাম্বিয়ারের সঙ্গে বিয়ে, আগে কোন অভিনেতার সঙ্গে সম্পর্কে ছিলেন মৌনী?






কার্তিক আরিয়ান ও ম্রুণাল ঠাকুর একসঙ্গে প্রথমবার ২০২১ সালে নেটফ্লিক্সের ছবি 'ধামাকা'-এ কাজ করেন। সেখানে উভয়ই সাংবাদিকের ভূমিকায় ছিলেন। দুই অভিনেতাই তাঁদের কাজের জন্য প্রশংসিত হয়েছেন। 


আপাতত দুই তারকাই একাধিক কাজ নিয়ে আসতে চলেছেন। কার্তিক আরিয়ানকে একাধিক ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে। কিয়ারা আডবাণী ও তাব্বুর সঙ্গে 'ভুল ভুলাইয়াঁ ২', কৃতি শ্যাননের সঙ্গে 'শেহজাদা', আলায় এফের বিপরীতে 'ফ্রেডি', হংসল মেহতার 'ক্যাপ্টেন ইন্ডিয়া' ও সমীর বিদ্বানের আগামী ছবি যার নাম এখনও ঠিক হয়নি। 


অন্যদিকে ম্রুণাল ঠাকুরকে দেখা যাবে 'জার্সি', 'আঁখ মিচোলি', 'পিপ্পা' ও 'থড়ম' ছবির রিমেকে। এছাড়া তাঁকে দলকির সলমনের বিপরীতে এক তেলুগু ছবিতেও অভিনয় করতে দেখা যাবে।