কলকাতা: প্রয়াত ধর্মেন্দ্র (Dharmendra)। বছরের পর বছর, সিনেমার দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছিলেন ধর্মেন্দ্র। অভিনয় থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, সবই ছিল চর্চায়। অভিনেতা দীর্ঘদিন ধরেই ভুগছিলেন অসুস্থতায়, তাঁকে ভর্তি করতে হয়েছিল হাসপাতালে। কিছুটা সুস্থ হয়ে বাড়ি ও ফিরে এসেছিলেন তিনি। তবে শেষরক্ষা হল না। ৯০ বছরে পা রাখার মাত্র কয়েকটা দিন আগেই প্রয়াত হলেন অভিনেতা। গোটা কেরিয়ারে অজস্র উল্লেখযোগ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে তাঁর অভিনীত সিনেমাগুলির মধ্যে যেটাকে সর্বকালীন সেরা বলে মনে করা হয়, সেটি হল 'শোলে' (Sholay)। সেই ছবিই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আবার। 

Continues below advertisement

জানা যাচ্ছে, এবার ফোর-কে ভার্সানে মুক্তি পাবে সিনেমাটি। ফের একবার পর্দায় দেখা যাবে গব্বর, ঠাকুর, জয়, বীরু-দের। ধর্মেন্দ্রর স্মৃতির উদ্দেশেই ফের একবার এই সিনেমা মুক্তি পাবে বড়পর্দায়। দীর্ঘ এত বছর পরে, বাস্তবে ভেঙে গেল জয় আর বীরু-র জুটি। ধর্মেন্দ্র প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় একটি বড় পোস্ট করেছিলেন পর্দার 'জয়', অমিতাভ বচ্চন। 'শোলে' ছবির আরও এক কিংবদন্তির প্রয়াণে মুষড়ে পড়েছেন তিনি। মুষড়ে পড়েছে গোটা ভক্তকুল ও। তাঁদের সবার জন্য, ফের একবার পর্দায় মুক্তি পাবে, 'শোলে'। জানা যাচ্ছে, ১২ ডিসেম্বর পর্দায় মুক্তি পাওয়ার কথা এই সিনেমার। এবার এই ছবি মুক্তি পাবে 4K ভার্সানে। 

অন্যদিকে, যিনি জয় করে নিয়েছেন হাজার হাজার মানুষের মন.. তাঁকে শেষযাত্রায় দেখতে পেলেন না অনুরাগীরা! আজ দুপুরের দিকেই ছড়িয়ে পড়েছিল খবরটা। মানুষ যেন প্রথমটা বিশ্বাসই করতে পারেননি, কিন্তু সত্যিটা মানতেই হয়েছিল। জন্মদিনের মাত্র কয়েকটা দিন আগেই নিজের বাসভবনে প্রয়াত হলেন বর্ষীয়ান কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র (Dhanmendra)। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৮৯ বছর। ডিসেম্বর মাসের শুরুতেই ৯০ বছরে পা রাখার কথা ছিল তাঁর। সেই মতো পরিবারে চলছিল জন্মদিনের উদযাপনের তোড়জোড় ও। কিন্তু তার আগেই নিভে গেল কিংবদন্তির জীবনদীপ। আর অভিনেতার শেষকৃত্য নিয়ে ক্ষোভ দেখা গেল অনুরাগীদের মধ্যে। 

Continues below advertisement

অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে, যে শিল্পী বছরের পর বছর ধরে মানুষের মনোরঞ্জন করে গিয়েছেন, তাঁর শেষকৃত্যে এত গোপনীয়তা কেন? অনেকে আবার কটাক্ষ করে বলেছেন যে, ধর্মেন্দ্রজীর শেষকৃত্যে এত তাড়াহুড়ো দেখে মনে হচ্ছে, পরিবারের সবাই যেন এই দিনটার জন্য়ই অপেক্ষা করছিলেন। অভিনেতাকে হারিয়ে অবশ্য শোকস্তব্ধ টলিউড থেকে বলিউড। প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় নিজের নিজের আবেগের কথা লিখেছেন।