কলকাতা: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা, অবস্থা খারাপ হওয়ায়, তাঁকে স্থানান্তরিত করা হয়েছিল ভেন্টিলেশনে। আর তার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে রটেছিল বিভিন্ন ভুয়ো খবর। মঙ্গলবার সকালে খবর ছড়িয়েছিল, প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra)। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, সংবাদমাধ্যম জুড়ে এই খবর ছড়িয়ে পড়তেই মুখ খোলেন ধর্মেন্দ্র পত্নী হেমা মালিনী (Hema Malini) ও কন্যা এশা দেওল (Esha Deol)। ২ জনেই সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে জানান, ধর্মেন্দ্রর মৃত্যুর খবর একেবারেই ভুয়ো। চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেতা, সুস্থ হয়ে উঠছেন ধীরে ধীরে। পরিবারের তরফ থেকে ক্ষোভপ্রকাশ করে বলা হয়, যে গুজব ছড়ানো হচ্ছে, তার কোনও ভিত্তি নেই, অভিনেতা স্থিতিশীল রয়েছেন। আর আজ, অবস্থার উন্নতি হয়েছে অভিনেতার। আজ হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা ধর্মেন্দ্র। আজ বর্ষীয়ান অভিনেতাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যেতে অ্যাম্বুল্যান্স আসেন তাঁর পুত্র ববি দেওল (Boby Deol)। 

Continues below advertisement

১ সপ্তাহেরও বেশি সময় ধরে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন ধর্মেন্দ্র। জানা গিয়েছে, নিজেই হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তিনি মনে করেছিলেন, বারে বারে অসুস্থ হয়ে পড়ার চেয়ে, একেবারে হাসপাতালে ভর্তি হয়ে পরীক্ষা নীরিক্ষা করিয়ে নেওয়া ভাল। সেই কারণেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তবে সোমবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। সেই কারণে অভিনেতাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় হাসপাতালের তরফ থেকে। তবে সেই সময়েই বলা হয়েছিল, অবস্থা গুরুতর হওয়ার চেয়েও, অভিনেতার বয়সের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিনেতা স্থিতিশীল রয়েছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন। 

তবে মঙ্গলবার সকালে ভুয়ো খবর ছড়িয়ে পড়ে যে, অভিনেতা প্রয়াত হয়েছেন। খবর এতটাই ছড়িয়ে পড়ে যে, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের সামনে ভিড় জমে যায়। মোতায়েন করতে হয় পুলিশ। তবে এরপরেই সোশ্যাল মিডিয়ায় ফুঁসে ওঠেন, হেমা, এশা। তাঁরা বলেন, এই ধরণের ভুয়ো খবর রটানো মানে বর্ষীয়ান অভিনেতাকে অপমান করা। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। এই ধরনের ভুয়ো খবর রটানো থেকে বিরত থাকার আর্জি জানান তাঁরা। এরপরে, আজ, বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র। তাঁকে বাড়ি নিয়ে যেতে হাসপাতালে আসেন পুত্র ববি। অনুরাগীরা প্রত্যাশা করছেন ধর্মেন্দ্র ফের তাড়াতাড়ি সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন। 

Continues below advertisement