নয়াদিল্লি: পারিবারিক অনুষ্ঠানে আহত বলিউড তারকা ধর্মেন্দ্র (Dharmendra Injured)। সূত্রের খবর, দেওল পরিবার নিশ্চিত করেছে যে রাজস্থানের উদয়পুরে (Udaipur) পারিবারিক অনুষ্ঠানে (Family Function) যোগ দিতে গিয়ে আহত হন ৮৮ বছর অভিনেতা। কিছুদিন আগে তাঁরা যান অনুষ্ঠানে অংশ নেন, বুধবার এই খবর ভাইরাল হয়। 

Continues below advertisement

পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে আহত ধর্মেন্দ্র

অভিনেতার পরিবার সূত্রে খবর, কিছুদিন আগে উদয়পুরে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে আহত হন ধর্মেন্দ্র। তবে এখন তিনি সুস্থ হয়ে উঠছেন বলেও জানানো হয়েছে। সূত্রের আরও খবর, দ্রুত কাজে ফিরবেন অভিনেতা। 

Continues below advertisement

এক জাতীয় স্তরের সংবাদ সংস্থাকে অভিনেতার পরিবার সূত্রে জানানো হয়েছে যে কিছুদিন আগে পায়ে আঘাত পান ধর্মেন্দ্র। তবে চিন্তার কোনও বিষয় নেই, তিনি সুস্থ হয়ে উঠছেন। সূত্র বলে, 'তাঁর বয়সে এসে এই ধরনের ঘটনা ঘটে যায় কিন্তু তিনি ভাল আছেন, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। উদয়পুরে একটি পারিবারিক অনুষ্ঠানে ছিলেন যখন আহত হন। আপাতত বিশ্রামে আছেন এবং দ্রুত কাজে ফিরবেন। অনুরাগীদের অনুরোধ করব ওঁর দ্রুত আরোগ্য কামনা করতে।'

উদয়পুরে, দুই ছেলে সানি দেওল ও ববি দেওলের সঙ্গে নাতনির বিয়েতে গিয়েছিলেন ধর্মেন্দ্র। সেখানে নাচ করতে গিয়ে পিঠে এবং পায়ে আঘাত পান অভিনেতা, খবর এমনই। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেতা, এবং প্রায়ই অনুরাগীদের সঙ্গে আলাপচারিতায় মাতেন। তবে এই আহত হওয়ার ব্যাপারে কোনও কিছু বলেননি তিনি। যদিও ওই বিয়েবাড়ি থেকে একটি ভিডিও তিনি শেয়ার করেছিলেন যেখানে তাঁকে আনন্দে মাততে দেখা যায়। 

 

আরও পড়ুন: Parineeti Chopra: পরনে ঢিলেঢালা শার্ট, সন্তানসম্ভবা পরিণীতি? অভিনেত্রীর সাম্প্রতিক ছবি দেখে জোর গুঞ্জন

কাজের ক্ষেত্রে, তাঁকে শেষ দেখা গিয়েছিল ২০২৩ সালে মুক্তি প্রাপ্ত আলিয়া ভট্ট ও রণবীর সিংহ অভিনীত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে। এরপর তাঁকে দেখা গিয়েছে ২০২৪ সালে মুক্তি পাওয়া শাহিদ কপূর ও কৃতী শ্যানন অভিনীত 'তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া' ছবিতে। ২০২৩ সালের ওয়েব সিরিজ 'তাজ: ডিভাইডেড বাই ব্লাড'-এও দেখা গিয়েছিল। তাঁকে এরপর দেখা যাবে 'ইক্কিস' ও 'জাট পরদেশি'তে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।