মুম্বই: দেখতে দেখতে কতগুলো দিন কেটে গিয়েছে, ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকগমন করেছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar Passes Away)। কিংবদন্তি সঙ্গীতশিল্পীর (Lata Mangeshkar) প্রয়াণের শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তাঁর অনুরাগীরা। সাধারণ মানুষ থেকে তারকারা সকলেই ছিলেন তাঁর গুণমুগ্ধ অনুরাগী। তাই লতা মঙ্গেশকরের প্রয়াণের এতগুলো দিন কেটে গেলেও বিভিন্ন জায়গায় তাঁর স্মৃতিচারণা করছেন অনুরাগীরা। কেউ এখনও ভাবতেই পারছেন না যে, লতা মঙ্গেশকর আর এই পৃথিবীতে নেই। যদিও লতা মঙ্গেশকর এই পৃথিবীতে না থাকলেও রয়ে গিয়েছেন কোটি কোটি অনুরাগীর মনে। থাকবেনও। আর এটাই তো শিল্পীর শিল্পের সার্থকতা। সম্প্রতি বলিউড অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra) এক অনুষ্ঠানের মঞ্চে লতা মঙ্গেশকরকে নিয়ে স্মৃতিচারণা করলেন। জানালেন তাঁর সঙ্গে কাটানো নানা ঘটনার কথা।


এক রিয়েলিটি শোয়ের মঞ্চে সম্প্রতি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মেন্দ্র। সেখানেই প্রতিযোগীদের কাছ থেকে লতা মঙ্গেশকরের গান শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি জানান, যাঁর সঙ্গে তাঁর এক ফোনের দূরত্ব, সেই মানুষটাই যে পৃথিবীতে আর নেই। এটা তিনি বিশ্বাসই করতে পারেন না। ধর্মেন্দ্র জানান, যখনই সোশ্যাল মিডিয়ায় তাঁর মন খারাপ করা কোনও পোস্ট দেখতেন, তাহলে কী করতেন সুরসম্রাজ্ঞী।


আরও পড়ুন - Gangubai Kathiawadi Twitter Review: ভাল নাকি খারাপ? 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' দেখে কী প্রতিক্রিয়া নেট নাগরিকদের?


স্মৃতির পাতা ঘেঁটে ধর্মেন্দ্র বলেন, 'আমি অত্যন্ত ভাগ্যবান যে লতা মঙ্গেশকরের মতো শিল্পীর সঙ্গে আমার এক ফোনের দূরত্ব ছিল। যখনই টুইটার কিংবা ফেসবুকে আমার কোনও পোস্ট তিনি দেখতেন, যাতে কোথায় হয়তো তাঁর মনে হত যে আমার মন খারাপ রয়েছে, লতা জি সঙ্গে সঙ্গে আমায় ফোন করতেন। অন্তত তিরিশ মিনিট আমার সঙ্গে কথা বলে আমার মন ভালো করার চেষ্টা করতেন। আর অবশ্যই আমাকে গান শোনাতেন। যাতে আমার মন ঠিক হয়। আমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে যখনই ভাবছি লতা জি আর আমাদের মাঝে নেই।'


প্রসঙ্গত, লতা মঙ্গেশকরের শেষকৃত্যে বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকলেও সেখানে দেখা যায়নি ধর্মেন্দ্রকে। তিনি পরবর্তীকালে জানান যে, সেখানে যাওয়ার জন্য তিনবার তিনি তৈরিও হয়েছিলেন। কিন্তু মনোবল জুগিয়ে উঠতে পারেননি যাওয়ার।