Dharmedra: ৮৯-তেই থামল ধর্মেন্দ্রর জীবন। অভিনেতা থাকলে আগামী মাসে তাঁর ৯০তম জন্মদিন পালন হতো ধুমধাম করে। তাঁর বিখ্যাত ছবি 'শোলে'-র অরিজিনাল আনকাট ভার্সানের রিলিজ দেখতে পারতেন বর্ষীয়ান অভিনেতা। তবে এসব আর কিছুই হবে না। কারণ ভারতীয় সিনেমার দুনিয়ায় নক্ষত্র পতন হয়েছে। প্রয়াত হয়েছেন ধর্মেন্দ্র। তবে আরও একবার তাঁকে দেখা যাবে বিগ স্ক্রিনে। ২৫ ডিসেম্বর রিলিজ হতে চলেছে 'ইক্কিস'। অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাকে দেখা যাবে এই সিনেমার মুখ্য ভূমিকায়। 

Continues below advertisement

Continues below advertisement

১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি। সেখানে তরুণ সেনা জওয়ান অরুণ ক্ষেত্রপালের ভূমিকায় অভিনয় করেছেন অগস্ত্য। আর তাঁর বাবার ভূমিকায় দেখা যাবে ধর্মেন্দ্রকে। তাঁর চরিত্রের নাম এম এল ক্ষেত্রপাল। ইতিমধ্যেই ছবি ট্রেলার লঞ্চ হয়েছে। আর ধর্মেন্দ্রর ছবি দিয়ে লঞ্চ হয়েছে ছবির নতুন পোস্টারও। পরিমিত মেকআপ। সাদামাঠা লুক। কপালে চিন্তার সামান্য ভাঁজ। এই ভাবেই পোস্টারে দেখা গিয়েছে ধর্মেন্দ্রকে। প্রয়াণের এক মাসের মধ্যেই বড়পর্দায় দেখা যাবে বর্ষীয়ান অভিনেতাকে। 

ডিসেম্বরে মুক্তির অপেক্ষায় রয়েছে ধর্মেন্দ্র অভিনীত 'ইক্কিস'। বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের পরিচালনায় অগ্নিযুগ দ্য ফায়ার ছবিটিও রয়েছে মুক্তির অপেক্ষায়। এই ছবিতেই পাঞ্জাব কেশরী লালা লাজপত রাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন ধর্মেন্দ্র। অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও দেখা গিয়েছে তাঁকে। বিজেপির টিকিটে লোকসভা নির্বাচনে জিতে ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত বিকানের-এর সাংসদ ছিলেন তিনি। ২০১২ সালে পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন ধর্মেন্দ্র। 

পাঞ্জাবের কৃষক পরিবার থেকে আরব সাগরের তিরে মায়ানগরীতে এসে ফিল্মি দুনিয়ায় পা রাখার পরই ধরম সিং দেওল নিজের নাম পরিবর্তন করে হয়েছিলেন ধর্মেন্দ্র। ১৯৬০ সালে হিন্দি সিনেমায় ডেবিউ করেন তিনি। তাঁর প্রথম সিনেমা 'দিল ভি তেরা হাম ভি তেরে'। ছয় দশকের ফিল্মি কেরিয়ারে প্রথম পাঁচ বছরে তিনি প্রায় ২০ টি সিনেমায় অভিনয় করলেও সেই ছবিগুলি বক্স-অফিসে তেমন সাফল্য পায়নি। সাফল্য এল ১৯৬৬-তে। 'ফুল অউর পাত্থর' রিলিজের পরই ধর্মেন্দ্র খ্যাতির আলোয় ভাসলেন। রাফ-টাফ ইমেজ আর অ্যাকশন সিকোয়েন্সের জন্যই তিনি বলিউডের হি-ম্যান তকমা পান। বলিউডি ফিল্মে তিনিই ছিলেন প্রথম অ্যাকশন স্টার। বডি ডাবল না নিয়েই বহু ছবিতে অ্যাকশন সিকোয়েন্সে অভিনয় করেছেন তিনি।