কলকাতা: দুর্গাপুজোর (Durga Puja) সঙ্গে বাঙালির প্রাণের বন্ধন, আত্মার টান। আর যে ছবির মুখ্য চরিত্রকে বাঙালি বাড়ির মেয়ে হিসেবে দেখানো হয়, সেই সিনেমায় বাঙালির এই শ্রেষ্ঠ উৎসবের কোনও উল্লেখ থাকবে না তা সাধারণত হয় না। অবশ্যই এই ব্যাপারে ব্যতিক্রমী নয় কর্ণ জোহরের (Karan Johar) আসন্ন ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Kii Prem Kahaani)। প্রকাশ্যে এল ছবির নতুন গান 'ঢিন্ডোরা বাজে রে' (Dhindhora Baje Re), মা দুর্গার সামনে প্রেমের শক্তির প্রদর্শন পর্দার 'বাঙালি' কন্যা রানি ও 'পাঞ্জাবী' ছেলে রকির। আর সেই গানের লঞ্চের জন্য কলকাতার থেকে ভাল আর কোন স্থানই বা হতে পারে? 


মুক্তি পেল 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র নতুন গান


চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। ইতিমধ্যেই ছবির টিজার, ট্রেলার মুক্তি পেয়ে গেছে। মুক্তি পেয়েছে তিন তিনটে গানও। সেই তালিকায় যুক্ত হল চতুর্থ গান। 'তুম কেয়া মিলে', 'হোয়াট ঝুমকা', 'ওয়ে কমলেয়া'র পর মুক্তি পেল 'ঢিন্ডোরা বাজে রে'। দেশের বিভিন্ন স্থানে ঘুরে সমস্ত গান লঞ্চ করেন ছবির মুখ্য দুই তারকা রণবীর ও আলিয়া। 'ঢিন্ডোরা বাজে রে' লঞ্চ করতে সোমবার বলিউড জুটি হাজির হয়েছিলেন কলকাতায়। 


ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই এই গানের অপেক্ষায় দর্শক। ট্রেলারে কয়েক ঝলক দেখা যায় গানটি। প্রীতমের সুরে অমিকাভ ভট্টাচার্যের লিরিক্সে এই গানে কণ্ঠ দিয়েছেন দর্শন রাওয়াল ও ভূমি ত্রিবেদী। গানে প্রাণ ঢেলেছে রণবীর সিংহ ও আলিয়া ভট্টের এনার্জেটিক 'ডান্স মুভস'। কর্ণ জোহর যেমন কথা দিয়েছিলেন সেই ধারা বজায় রেখে বিশালাকার সেট, সপরিবারে দশভূজার বিরাট মূর্তি, প্রচুর মানুষের আনাগোনা, আর তারই মাঝে রণবীর-আলিয়ার 'পাওয়ারফুল পারফর্ম্যান্স'। গোটা গানের প্রধান রং লাল। গানের দৃশ্যায়নে স্পষ্ট তাঁদের প্রেমের শক্তি এবার চ্যালেঞ্জ করছে ছবিতে জয়া বচ্চনের চরিত্রকে যিনি খুব স্বাভাবিকভাবেই এই সম্পর্কের বিরুদ্ধে। 


 



দর্শক মহলে কতটা সাড়া ফেলল 'ঢিন্ডোরা বাজে রে'


বাঙালি দর্শক চিরাচরিত দুর্গাপুজোর সঙ্গে এই গানের সেট বা প্রচলিত দুর্গাপুজোর গানের সঙ্গে এই গানের হুবহু মিল খুঁজে না পেলেও 'ঢিন্ডোরা বাজে রে' মন জয় করতে শুরু করেছে। বলিউডের গান হিসেবে ছাড় দিলে গানের এনার্জির মাত্রা আকাশ ছোঁয়া সেই বিষয়ে সন্দেহ নেই। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই দর্শকের প্রশংসা বার্তা। এক অনুরাগী লেখেন, 'গানের 'আইগিরি নন্দিনী' অংশ রীতিমতো গায়ে কাঁটা দেয়! মা দুর্গা যেন এই ছবিটিকে দারুণ হিট করিয়ে দেন।' অপর একজন লেখেন, 'দর্শন রাওয়ালের 'ঢিন্ডোরা বাজে রে'র সঙ্গে এই দুর্গাপুজো আমার অন্যতম সেরা হতে চলেছে।' অপর একজন লেখেন, 'ও মাই গড! কী দুর্দান্ত গান। এটা নবরাত্রির গান হতে চলেছে এবার...।'


আরও পড়ুন: Ranveer Alia: রণবীরকে নিয়ে পর্দার বঙ্গকন্যা আলিয়া এলেন কলকাতায়, অভিনব স্বাগত জানাল তিলোত্তমা


সোমবার, তিলোত্তমায় হাজির হয়েছিলেন রণবীর সিংহ ও আলিয়া ভট্ট। পর্দায় আলিয়ার চরিত্রটি বাঙালি। তাঁর মা বাবার চরিত্রে অভিনয় করেছেন বাঙালি দর্শকের প্রিয় চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটা রায়চৌধুরী। কলকাতায় পর্দার মা-বাবার সঙ্গে 'রানি' মাতেন খুনসুটিতে, সঙ্গে অবশ্যই ছিলেন 'রকি'ও। কর্ণ জোহর পরিচালিত এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৮ জুলাই। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial