কলকাতা: বলিউডে মুষ্ঠিমেয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবু তাঁকে ঘিরে মানুষের আগ্রহ কিছু কম নেই। তিনি ডায়না পেন্টি (Diana Penty)। আর সদ্যই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন তিনি। জানিয়েছেন, দীর্ঘ ১২ বছর ধরে তিনি তাঁর প্রেমিকের সঙ্গে সম্পর্কে রয়েছেন। ডায়না যে কার সঙ্গে সম্পর্কে রয়েছেন, এই কথা এতদিন কার্যত অজানা ছিল। প্রেমিক হর্ষ মার্চেন্টের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। হর্ষ পেশায় একজন হীরে ব্যবসায়ী।

সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে ডায়না জানিয়েছেন, তাঁদের পরিবারের বিয়ে নিয়ে কোনও তাড়াহুড়ো নেই। ডায়না বলেছেন, 'না, আমি সিঙ্গল নই। কিন্তু আমি সেটা বাড়ির ছাদে গিয়ে সবার সামনে চিৎকার করে বলতে যাব না। আমি ১২ বছর ধরে একটা সম্পর্কে রয়েছি। আমরা গত ২২ বছর ধরে একে অপরকে চিনি। আমার জীবনের অর্ধেকটাই কেটেছে ওকে চিনে। আমি বিবাহিত নই, কিন্তু আমার মাথায় কাজ করে, আমি বিবাহিতই। একটা সম্পর্ক নিয়ে যতটা দায়িত্ববান থাকা উচিত, আমি তাই।'

ডায়না আরও বলেছেন, 'আমাদের ২ জনের পরিবারই আমাদের বিয়ের জন্য চাপ দেয় না। ওরা আমাদের সিদ্ধান্তকে সম্মান করেন। ওরা মনে করেন। আমাদের খুশি থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের বিয়ের জন্য কোনও তাড়া নেই। আমরা একসঙ্গে থাকি। আমাদের একটা কুকুর ও রয়েছে। সবাই জানেন, আমরা একসঙ্গে থাকি। কিন্তু আমাদের বিয়ে করার কোনও তাড়া নেই। আমার কাছে এই সম্পর্কটা বিয়ের মতোই। খালি খাতায় কলমে সম্পর্কটা নেই। তবে সেটা আমাদের সম্পর্কে কোনও প্রভাব ফেলে না।'

সোশ্যাল মিডিয়ায় ডায়না হর্ষের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন এর আগে। সেখানে লেখাও ছিল, 'তোমায় ভালবাসি'। তবে সেই সময়ে এই পোস্টটিতে নজর পড়েনি হয়তো কারোরই। নিজের সম্পর্ক নিয়ে এর আগে কখনোই খোলাখুলি কথা বলেননি ডায়না। এই প্রথম তিনি নিজের সম্পর্কে কথা বললেন। সোশ্যাল মিডিয়ায় এখন কার্যত ভাইরাল ডায়নার এই বক্তব্য। সবাই অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর সম্পর্কের জন্য। অনেকেই মনে করেছেন, ডায়না নিজের জন্য যেটা ভাল বুঝেছেন, সেই সিদ্ধান্তই নিয়েছেন।