কলকাতা: এই প্রেমের গল্প সাবেক ধুতি পাঞ্জাবি আর শাড়ির। কিশোর বয়সের সারল্য মেখে যে আবেগ আসে তা যেমন অপ্রতিরোধ্য, তেমনই গাঢ় দাগ রেখে যায় মনে। মুছে ফেলা যায় না হয়ত কোনোদিন। ঠিক এমনই এক প্রেমের গল্প পর্দায় বলে গেলেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) ও দিব্যজ্যোতি দত্ত (Dibyijyoti Dutta)।


বলিউড নয়, একেবারে বাংলা গানের সুরে দর্শকদের মন কেড়েছে এসভিএফ (SVF)-এর নতুন মিউজিক ভিডিও। আর গানের সুরে দর্শকদের কাঁদালেন, ভাসালেন এই নতুন জুটি। গোটা গানকে যেন আরও স্নিগ্ধ করে তুলেছে বৃষ্টি। জলের ফোঁটায় যেমন আরও সুমধুর হয়ে উঠেছে দিতিপ্রিয়া আর দিব্যজ্যোতির প্রেম, তেমনই গানের শেষের বিচ্ছেদের কষ্টকে কয়েক গুণ স্পর্শকাতর করে তুলেছে ওই বৃষ্টিই। 


কিন্তু যে বৃষ্টি নিয়ে এত কথা, তা মোটেই পরিকল্পিত ছিল না। ছিল না রেইন ট্যাঙ্কের বৃষ্টিও! তাহলে? এবিপি লাইভের সঙ্গে নতুন গান 'দেখেছি রূপসাগরে'-র গল্পে মজেছিলেন দিব্যজ্যোতি। তিনিই ফাঁস করলেন ক্যামেরার পিছনে গল্প। দিব্যজ্যোতি বলছেন, 'আমাদের চিত্রনাট্যে কোথাও বৃষ্টি ছিল না। সবটাই প্রকৃতির খেলা। এতটাই অপরিকল্পিতভাবে বৃষ্টি এসেছিল যে মাঝে মাঝেই ক্যামেরা গুটিয়ে ছুটতে হয়েছিল ছাতার নিচে। শেষে যে দৃশ্যে দিতিপ্রিয়া গাড়ি করে চলে যাচ্ছে আর আমি সাইকেল ফেলে দেখছি, সেই শটটা দেওয়ার সময়ও এমন কাণ্ড হল। ক্যামেরা রোলিং শুরু হতেই বৃষ্টি শুরু। এদিকে আলো পড়ে আসছে। পরিচালক বললেন, 'বৃষ্টিতে ভিজেই শটটা দিবি?' আমি তো সঙ্গে সঙ্গে রাজি.. বৃষ্টিতে ভিজতে ভীষণ ভালোলাগে। ব্যাস.. চিৎকার উঠল.. রোল ক্যামেরা। বৃষ্টিতে ভিজে, কাদা মেখেই ওই শটটা দিলাম। পরে মনে হয়েছে, বৃষ্টি যেন দৃশ্যটার সৌন্দর্য্য আরও বাড়িয়ে তুলেছিল।' 


আরও পড়ুন: Sabyasachi Chowdhury Exclusive: মেয়ের মৃত্যু, স্ত্রীর অন্য সম্পর্ক, আত্মহত্যা করতে গেলেন সব্যসাচী, তারপর?


গান হিট। দর্শকদের থেকে কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন দিব্যজ্যোতি? অভিনেতা বলছেন, 'সোশ্যাল মিডিয়ায় অনেকেই ভালো বলেছেন। তবে অনেক মানুষ লিখেছেন যে, এই গান দেখে তাঁরা নিজেদের প্রথম প্রেমের গল্পকে খুঁজে পেয়েছেন, কেঁদেছেন। আমরা সব কাজই করি মানুষের ভালো লাগবে ভেবে। সেখানে যদি একটা মিউজিক ভিডিও মানুষের মনকে ছুঁতে পারে, কাঁদাতে পারে সেটা অনেক বড় পাওয়া। আর প্রথম মিউজিক ভিডিও এসভিএফের মতো বড় ব্র্যান্ডের সঙ্গে.. এটা সবসময়েই খুব বিশেষ হয়ে থাকবে আমার কাছে।'


আপাতত 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের মুখ্যভূমিকায় অভিনয় করছেন দিব্যজ্য়োতি। এরপরে কী পরিকল্পনা? অভিনেতা বলছেন, 'এই ধারাবাহিকটা শেষ হয়ে আমার ইচ্ছা আছে একটা বছর বিরতি নিয়ে একটু নিজেকে সময় দেওয়ার। আরও পড়াশোনা করতে চাই। কিন্তু অভিনয়ই আমার ভালোবাসা। একটা বিরতি নিয়ে আবার নতুনভাবেই ফিরতে চাই অভিনয়ে।'