মুম্বই: দীর্ঘ সময় অন্তরালে থাকার পর আবারও প্রত্যাবর্তন করেছেন। তাঁকে ঘিরে থাকা বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন সঙ্গীতশিল্পী হানি সিংহ। বলিউডের 'বাদশা' শাহরুখ খান তাঁকে থাপ্পড় মেরেছিলেন গুঞ্জন শোনা গিয়েছিল একসময়। সেই নিয়েও মুখ খুললেন হানি। (Honey Singh)
হানির জীবনের ওঠাপড়া নিয়ে সম্প্রতি একটি তথ্যচিত্র মুক্তি পেয়েছে। সেখানেই নিজের সমস্ত অনুভূতি কার্যত উগরে দিয়েছেন হানি। দীর্ঘ ন'বছর পর আবারও জনসমক্ষে ফেরা, তাঁকে নিয়ে যাবতীয় বিতর্ক, সবকিছুর জবাব দিয়েছেন হানি। হানির ওই তথ্যচিত্রটি ইতিমধ্যেই দর্শকদের প্রিয় হয়ে উঠেছে। যথেষ্ট প্রশংসিতও হয়েছে সেটি। (Shah Rukh Khan)
শাহরুখ তাঁকে থাপ্পড় মেরেছিলেন কি না, সরাসরি জানতে চাওয়া হয় হানির কাছে। জবাব হানি জানান, শাহরুখের ছবি 'চেন্নাই এক্সপ্রেসে' 'লুঙ্গি ডান্স' গানটি সবে গেয়েছিলেন তিনি। সেই সময় ওয়র্ল্ড ট্যুরে তাঁকে যোগ দিতে আহ্বান জানান শাহরুখ। পারফর্ম করার অবস্থায় না থাকা সত্ত্বেও শাহরুখের অনুরোধ ফেলতে পারেননি তিনি। ওয়র্ল্ড ট্যুরে যোগ দেওয়ার জন্য তাঁকে জোর করা হয় বলেও জানিয়েছেন।
হানি জানিয়েছেন, ট্যুর চলাকালীন এক সন্ধেয় ভেঙে পড়েন তিনি। পারফর্ম করার মতো অবস্থায় ছিলেন না। কাজের চাপে শরীর দুর্বল হয়ে পড়েছিল, মানসিক ভাবেও ভেঙে পড়েছিলেন। হানির কথায়, "আমাকে যখন শিকাগো নিয়ে যাওয়া হল, পারফর্ম করতে চাইনি। আমি নিশ্চিত ছিলাম, ওই অবস্থায় স্টেজে উঠলে আমার মৃত্যু অনিবার্য। সকলে জোরাজুরি করলেও, আমি রাজি হইনি। আমার ম্যানেজার এসে কারণ জানতে চায়। সাফ জানিয়ে দিই, যাব না।"
সকলে জোরাজুরি করতে থাকায় ওয়াশরুমে গিয়ে মাথা কামিয়ে ফেলেন হানি। ন্যাড়া মাথায় তাঁকে আর কেউ পারফর্ম করতে বলবেন না বলেই মনে হয়েছিল তাঁর। কিন্তু তার পরও টুপি পরে পারফর্ম করতে বলা হয়। এতে একটি কফি মগ তুলে নিয়ে নিজের মাথায় ভেঙেছিলেন তিনি। সেখান থেকেই তাঁকে নিয়ে মুখরোচক গল্প ছড়ানো হয় বলে জানিয়েছেন হানি।
শাহরুখ কি সত্যিই তাঁকে থাপ্পড় মেরেছিলেন? হানির কথায়, "কেউ ওই গুজব রটায়। শাহরুখ আমাকে ভালবাসেন। কখনও আমার গায়ে হাত তুলবেন না উনি।" হানি জানিয়েছেন, ওই ঘটনার পর তাঁর পরিবার এগিয়ে আসে। হানির বোন এগিয়ে আসেন সবার আগে। হানিকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন তিনি।