কলকাতা: তাঁর জন্ম নয়াদিল্লিতে। পরিবার অনেকের সঙ্গেই পূর্ব যোগ ছিল বলিউডের। আর তাই হয়তো, তাঁর ভাগ্যে লেখাই ছিল রূপোলি পর্দার জৌলুস। আর নিজের জন্মগত নাম পরিবর্তনও সেই রূপোলি পর্দার সৌজন্যেই। আজ বলিউডের অন্যতম অভিনেতা অজয় দেবগণ (Ajay Debgn)-এর জন্মদিন।
একনজরে দেখে নেব কোন কোন হিট ছবির অফার ফিরিয়ে দিয়েছিলেন তিনি
বাজিরাও মাস্তানি
অজয় দেবগণ একবার একটি সাক্ষাত্কারে বলেছিলেন যে তাঁকে বাজিরাওয়ের চরিত্রে অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেইসময় তাঁর নিজস্ব প্রোডাকশনে ছবি 'শিবায়'-এর কাজ চলছিল। তাই ডেট দিতে পারেননি তিনি। পরবর্তী সময়ে এই চরিত্রে রণবীর সিং অভিনয় করেন।
ডর
'ডর' ছবিতে শাহরুখের চরিত্রটি প্রথমে অজয় দেবগণকে অফার করা হয়েছিল। কিন্তু সেইসময় তিনি নেগেটিভ চরিত্রে অভিনয় করতে চাননি। কারণ তাঁর মনে হয়েছিল, কেরিয়ারের এই সময়ে নেতিবাচক চরিত্রে অভিনয় করাটা ঠিক হবে না।
কুছ কুছ হোতা হ্যায়
'কুছ কুছ হোতা হ্যায়'-এর ক্ষেত্রেও শাহরুখের চরিত্রটির অফার প্রথমে তাঁর কাছেই গিয়েছিল। কিন্তু কোনও ব্য়ক্তিগত কারণে এই ছবিতে অভিনয় করতে চাননি অজয়। পরে শাহরুখ খান, কাজল এবং রানি মুখোপাধ্য়ায়ের 'কুছ কুছ হোতা হ্যায়' ব্লকবাস্টার হিট হয়।
করণ অর্জুন
সম্প্রতি একটি রিয়েলিটি শো চলাকালীন, পরিচালক রাকেশ রোশন জানান, ১৯৯৫ সালের ছবি 'করণ অর্জুন' সম্পর্কে কথা গিয়ে জানিয়েছিলেন যে,অজয় দেবগনই তাঁর প্রথম পছন্দ ছিল। পরে তাঁর পরিবর্তে সলমান খানকে কাস্ট করা হয়।
পদ্মাবত
সঞ্জয় লীলা ভনশালী পরিচালিত 'পদ্মাবত' ব্যবসায়িকভাবে সফল একটি ছবি। কিন্তু রানা রাওয়াল রতন সিং-এর কিংবদন্তি চরিত্রের জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন অজয় দেবগণ। এই চরিত্রের অফার ফিরিয়ে দেওয়ার পর শহীদ কপূরকে কাস্ট করা হয়। তারিখ নিয়ে সমস্য়া কারণেই অজয় দেবগণ এই ছবির অফার ফিরিয়ে দিয়েছেন বলেই জানা যায়।
আরও পড়ুন...
দীপিকা ও নয়নতারার সঙ্গে রোম্য়ান্টিক গানের শ্য়ুটিং-এ শাহরুখ, কোন ছবি?
প্রসঙ্গত জানা যায়, অজয়ের বাবা বীরু দেবগণ ছিলেন বলিউডের স্টান্ট কোরিওগ্রাফার ও একজন অ্যাকশন পরিচালক। ভাই অনিল দেবগণও যুক্ত ছিলেন চিত্রনাট্য লেখা ও ছবি তৈরির কাজে। মা বীণা দেবগণও ছবি প্রযোজনা করেছিলেন। জুহুর সিলভার বিচ হাই স্কুলে পড়াশোনা করেছিলেন অজয়। এরপর মিথিবাঈ কলেজে পড়াশোনা চালিয়ে যান অজয়। এরপর, ১৯৯১ সালে বলিউডে পাকাপাকিভাবে পা রাখেন অজয়।