মুম্বই : জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সেজাল শর্মার দেহ উদ্ধার। তিনি শুক্রবার আত্মহত্যা করেছেন বলে দাবি পুলিশের। ‘দিল তো হ্যাপি হ্যায় জি’ সিরিয়ালে সিম্মি খোসলার চরিত্রে অভিনয়ের সূত্রে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। সিরিয়ালে সেজালের সহ অভিনেতা অরু কে ভার্মা সংবাদমাধ্যমকে বলেছেন, এই খবর শুনে তিনি মর্মাহত। বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। মাত্র ১০ দিন আগেই দেখা হয়েছিল। গত রবিবার হোয়াটসঅ্যাপে চ্যাটও হয়েছিল। তখন ও তো ঠিকই ছিল।এরমধ্যেই এই খবর সম্পূর্ণ অবিশ্বাস্য মনে হচ্ছে বলে মন্তব্য করেছেন ভার্মা।
ওই সিরিয়ালে ভার্মা সেজালের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলেছেন, ওর পরিবারের লোকজন আজ সকালে জানতে পারে।
শুক্রবার রাতে সেজাল আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। শেষকৃত্যের জন্য সেজালের দেহ তাঁর পরিবারের লোকজন উদয়পুরে নিয়ে গিয়েছেন।
সেজালের ফ্ল্যাট থেকে সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। সংবাদ সংস্থার খবর অনুসারে, আত্মহত্যার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনার তদন্তও করা হচ্ছে। যদিও তিনি কেন আত্মহত্যা করেছেন সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।
ব্যক্তিগত জীবনে সমস্যার কারণেই তিনি চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রাথমিকভাবে অনুমান।
সেজল উদয়পুরের বাসিন্দা। ২০১৭-তে তিনি মুম্বইতে এসেছিলেন। ‘দিল তো হ্যাপি হ্যায় জি’ সিরিয়ালের মাধ্যমে টেলি দুনিয়ায় তাঁর আত্মপ্রকাশ। কয়েকটি বিজ্ঞাপনেও তাঁকে দেখা গিয়েছে। ‘আজাদ পরিন্দে’ নামে একটি ওয়েব সিরিজেও তাঁকে দেখা গিয়েছে।
আত্মহত্যা ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Jan 2020 06:06 PM (IST)
সেজল উদয়পুরের বাসিন্দা। ২০১৭-তে তিনি মুম্বইতে এসেছিলেন। ‘দিল তো হ্যাপি হ্যায় জি’ সিরিয়ালের মাধ্যমে টেলি দুনিয়ায় তাঁর আত্মপ্রকাশ। কয়েকটি বিজ্ঞাপনেও তাঁকে দেখা গিয়েছে। ‘আজাদ পরিন্দে’ নামে একটি ওয়েব সিরিজেও তাঁকে দেখা গিয়েছে।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -