মুম্বই : কপিল শর্মার (Kapil Sharma) অভিযোগের ভিত্তিতে শনিবার মুম্বই পুলিশ গ্রেফতার করেছে কার ডিজাইনার বোনিটো ছাবরিয়াকে। বোনিটো ছাবরিয়া নাকি কপিল শর্মার সঙ্গে প্রায় পাঁচ কোটি ৩০ লক্ষ টাকার প্রতারণা করেছেন। প্রথমেই অবশ্য বোনিটোকে গ্রেফতার করেনি পুলিশ। প্রথমে তাকে জিজ্ঞাসাবাদ করে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। জিজ্ঞাসাবাদে আশানুরূপ উত্তর দিতে না পারায় তাকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। গত বছর তার বিরুদ্ধে মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন কপিল শর্মা। অভিযোগে কপিল শর্মা জানিয়েছিলেন যে, পেশায় কার ডিজাইনার বোনিটো ছাবরিয়াকে একটি ভ্যানিটি ভ্য়ান তৈরি করার জন্য ধাপে ধাপে পাঁচ কোটি তিরিশ লক্ষ টাকা দিয়েছিলেন কপিল শর্মা।


আরও পড়ুন - 'মানিকে মাগে হিথে'-র ভোজপুরি ভার্সন শুনেছেন?


ঘটনাটি ঘটে ২০১৭-র মার্চ থেকে মে মাসের মধ্যে। এরপর দু বছর পেরিয়ে গেলেও কপিল শর্মা তাঁর ভ্যানিটি ভ্যান পান তো নিই, উল্টে ওই কার ডিজাইনারের পক্ষ থেকে আরও কিছু টাকা চাওয়া হয়েছে তাঁর থেকে। গত বছরও নাকি বোনিটো ছাবরিয়া এক কোটি কুড়ি লক্ষ টাকার একটি বিল পাঠিয়েছিল কপিল শর্মাকে। কারণ হিসেবে সে জানায়, সেটি ভ্যানিটি ভ্যানের পার্কিং চার্জ। অথচ, কপিল শর্মা যার পার্কিং এক কোটি ২০ লক্ষ টাকা দেবেন, সেই গাড়িটাই তিনি কোনও দিন দেখেননি। নিরুপায় হয়ে কপিল শর্মা তখন দ্বারস্থ হন ন্যাশনাল কোম্পানি ল ট্রাউবুনাল (NCLT)-র। এরপরই মুম্বই পুলিশের পক্ষ থেকে ঘটনাটির তদন্ত শুরু করা হয়। মু্ম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় বোনিটো ছাবরিয়াকে। এরপর তার উত্তরে সন্তুষ্ট না হওয়ায় তাকে গ্রেফতার করে তারা। প্রসঙ্গত, গত বছর মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ বেশ কয়েক কোটি টাকার তছরূপের জেরে গ্রেফতার করেছিল বোনিটো ছাবরিয়ার বাবা দিলীপ ছাবরিয়াকে। 


আরও পড়ুন - সমুদ্রের ধারে গোলাপি বিকিনিতে নেট দুনিয়ায় ঝড় তুললেন দিশা পাটানি


সময়টা যেন কিছুতেই ভালো যাচ্ছে না কপিল শর্মার। মাঝে মধ্যেই তিনি নানা বিষয় নিয়ে বিতর্কে জড়ান। এবার একেবারে সরাসরি টাকা পয়সার প্রতারণার শিকার হলেন জনপ্রিয় এই কমেডিয়ান।