মুম্বই: নাসিরুদ্দিন শাহ এবং দিলীপ কুমারকে একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল ১৯৮৬ সালে মুক্তি পাওয়া 'কর্মা' ছবিতে। সেই ছবির নানা গল্প আজও মানুষের মুখে-মুখে ঘোরে। সেই দিলীপ কুমার আজ প্রয়াত। গোটা দেশের সিনেমাপ্রেমীদের মতোই শোকস্তব্ধ বলিউড। তাঁর সঙ্গে কাজ করা অভিনেতা-অভিনেত্রীরা এখনও বিশ্বাস করতে পারছেন না যে, দিলীপ কুমার আজ আর পৃথিবীতে নেই। ঠিক এইরকমই অনুভূতি অভিনেতা নাসিরুদ্দিন শাহের। বলিউডের প্রথম খানের প্রয়াণের খবরে মর্মাহত তিনিও। তারপরেও নাসিরুদ্দিন শাহ বেশ কিছু প্রশ্ন অবশ্য তুলছেন।


একটি সাক্ষাৎকার দিতে গিয়ে নাসিরুদ্দিন শাহ বলেছেন, 'দিলীপ কুমার আমাদের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিংবদন্তি। কিন্তু, তিনি তাঁর অভিনয়ের ধারা পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারিত করে যাননি।' নাসিরুদ্দিন শাহের মতে, দিলীপ কুমার পরবর্তী যুগে যাঁরাই বলিউডে এসেছেন, তাঁরা নিজেদের মতো করে দিলীপ কুমারকে অনুকরণ করেছেন। তাঁর হাঁটা-চলা, কথা বলার ভঙ্গী, শরীরের ভাষা, যতটা সম্ভব নিজের মতো করে অনুকরণ করেছেন কেউ কেউ। কিন্তু, গোটা বিষয়টা আরও গোছানো হতে পারতো। নিজের ফিল্মি কেরিয়ারের বাইরে গিয়ে সামাজিক বিষয়েও খুব বেশি মুখ খুলতে দেখা যায়নি সদস্য প্রয়াত অভিনেতাকে। সে কথাও মনে করিয়ে দিয়েছেন নাসিরুদ্দিন শাহ।


প্রসঙ্গত, নাসিরুদ্দিন শাহ-ও সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছেন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে। তারই মাঝে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নাসিরুদ্দিন শাহ মনে করিয়ে দিয়েছেন, "দিলীপ কুমার এত বড় অভিনেতা হওয়া সত্বেও গোটা কেরিয়ারে মাত্র একটি ছবিই প্রয়োজনা করেছেন। আর যদি পরিচালনার কথা বলেন, তাহলে সেটা শুন্য়। একটিও নয়। অত বড় অভিনেতা হয়েও যদি তিনি কোনও ছবি পরিচালনা না করেন, তাহলে পরবর্তী প্রজন্ম তাঁর থেকে শিখবে কীভাবে? সত্যি কথা বলতে কী দিলীপ কুমার পরবর্তীকালে আর কোনও অভিনেতাকেই গ্রুম করে যাননি। এমনকি সাতের দশকে নিজের ওরকম অনবদ্য পারফরম্যান্সের পরে অন্যরকম কিছু করে যাননি পরবর্তীতে।"