মুম্বই: বন্ধ করে দেওয়া হচ্ছে বর্ষীয়াণ বলি অভিনেতা দিলীপ কুমারের (Dilip Kumar) ট্যুইটার হ্যান্ডল। ফৈজল ফারুকি (Faisal Farooqui), যিনি অভিনেতার ট্যুইটার হ্যান্ডল সামলানোর দায়িত্বে ছিলেন, তিনি বুধবার, ১৫ সেপ্টেম্বর ঘোষণা করেন এই কথা। ফৈজল আরও জানান যে দিলীপ কুমারের ট্যুইটার হ্যান্ডল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে মত রয়েছে সায়রা বানুরও (Saira Banu)। প্রয়াত অভিনেতা দিলীপ কুমারের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে একটি নোট লেখেন ফৈজল। সেখানেই তিনি জানান যে প্রয়াত অভিনেতার ট্যুইটার হ্যান্ডল বন্ধ করে দেওয়া হবে।


কী লেখেন ক্যাপশনে তিনি?


'বেশ অনেক কথাবার্তা এবং আলোচনার পর এবং সায়রা বানুজির অনুমতি নিয়ে আমি ঠিক করেছি যে আমাদের প্রিয় দিলীপ কুমার সাবের এই ট্যুইটার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে। আপনাদের লাগাতার ভালবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। - ফৈজল ফারুকি, ' দিলীপ কুমারের ট্যুইটারে একটি ট্যুইট করে লেখেন ফৈজল।


 






সায়রা বানু ও দিলীপ কুমার উভয়ের জন্য ট্যুইটারে পোস্ট করতেন ফৈজল। অনুরাগীদের তিনি ধন্যবাদ জানান। ফারুকি এবং সায়রা বানু এই ট্যুইটার হ্যান্ডল ব্যবহার করেই প্রয়াত অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ দিতেন আগে। ২০১১ সালের নভেম্বরে তৈরি হওয়া অ্যাকাউন্টটির ফলোয়ার সংখ্যা ৬১৯ হাজারের বেশি।


ফৈজলের ট্যুইটার বন্ধের পোস্টে মন্তব্যের বন্যা দিলীপ অনুরাগীদের। ট্যুইটার হ্যান্ডলটি যেন না বন্ধ করা হয়, সেই আবেদনও জানান অনেকেই। অ্যাকাউন্ট না বন্ধ করে বরং 'দিলীপ কুমারের স্মরণে' নাম করে দেওয়ার উপদেশ দেন অনেকে।