মুম্বই: ইড শিরানের 'শেপ অফ ইউ'-এর ছন্দে তাল মেলালেন পুরনো দিনের কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমারের নাতনি সেইশা। শেপ অফ ইউ এখন কার্যত সারা দুনিয়ার জাতীয় সঙ্গীতে পরিণত হয়েছে। বিভিন্ন তারকারা এই গানের ছন্দে তাল মেলাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সেই ভিডিও। এবার এই গানের তালে নেচে সেই তালিকায় নবতম সংযোজন হলেন দিলীপকুমারের নাতনি সেইশা। দেখুন সেইশার সেই ভিডিও
সেইশাকে এর আগে বলিউডি ছবি 'শিবায়ে'তে অজয়ন দেবগনের বিপরীতে দেখা গিয়েছিল। তবে এর আগে তাঁকে বহু দক্ষিনী ছবিতে দেখা গেছে।