ফাইনালে খেলতে হলে ভারতকে আজ বাংলাদেশকে হারাতে হবে। সে কথা স্রেফ উড়িয়ে দিয়ে ঋষি ধরেই নিয়েছেন ট্রফি দেশেই আসছে। ব্যস শুরু হয়ে যায় বিতর্ক।
একজন আবার লেখেন, আমরা আপনাকে পছন্দ করি স্যার কিন্তু আমাদের পছন্দ সবুজ। আপনাদের নীল রঙকে ময়দানে দেখে নেব আমরা। পাকিস্তানি বলে গর্বিত।
জবাবে ঋষি বলেন, খেলার প্রতি আবেগ এমনই হওয়া চাই। অন্যকে অসম্মান না করা। ভালবাসায় আর ক্রিকেটে কোনও কিছুই অন্যায় নয়।