কলকাতা: 'সিআইডি'-র ফ্রেডিকে মনে আছে নিশ্চয়ই! ৯০-এর দশকের যে ছোটরা মজে থাকত গোয়েন্দা গল্প, কেস সলভের বাঁধুনিতে.. তাদের ভোলার কথাই নয় টিমের মধ্যে থাকা অফিসার ফ্রেড্রিকস। একদিকে যেমন তার ছিল জটিল কেস সমাধান করার ক্ষমতা, বীরত্ব.. তেমনই আবার টিমের মেজাজ হালকা রাখতেও তার জুড়ি মেলা ভার। বিভিন্ন কাজে যেমন বকুনি জুটত তাঁর কপালে, তেমনই কখনও এসিপি প্রদ্যুমনের সামান্য প্রশংসাতেই সে গলে জল। ছোটপর্দায় দীর্ঘদিন ধরে এই চরিত্রে যে অভিনেতা সফলভাবে অভিনয় করেছেন, তিনি দীনেশ ফাদনীশ। অভিনেতার বর্তমান বয়স ৫৭ বছর।


যাঁর ঠোঁটে গুরুগম্ভীর গল্পেও সবসময় লেগে থাকত হাসি, তাঁর অনুরাগীদের জন্য মনখারাপের খবর। গুরুতর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন দীনেশ ফাদনীশ। সূত্রের খবর, তাঁর অবস্থা বেশ আশঙ্কাজনক ও অভিনেতাকে ভেন্টিলেশনে রাখতে হয়েছে। মুম্বইয়ের তুঙ্গা হাসপাতালে (Tunga Hospital) রয়েছেন অভিনেতা। তাঁর চিকিৎসা চলছে। 


দীনেশের সহ অভিনেতা ও দীর্ঘদিনের বন্ধু দয়ানন্দ শেট্টি (Dayanand Shetty) একটি সংবাদমাধ্যমকে বলেছেন, 'দীনেশ অত্যন্ত অসুস্থ এবং ওকে হাসপাতালে ভর্তি রাখতে হয়েছে। তবে ও হৃদরোগে আক্রান্ত হয়নি। বিভিন্ন জায়গায় খবর ছড়িয়েছে, দীনেশের হার্ট অ্যাটাক হয়েছে। সেই খবরটা মোটেই সত্যি নয়। দীনেশ অন্যান্য কিছু সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ও পরবর্তীতে সেই সমস্যা গুরুতর হওয়ায় ওকে ভেন্টিলেশনে দিয়ে হয়েছে। এর থেকে বেশি ওর শারীরিক সমস্যা নিয়ে আমি আর কিছু বলতে চাই না। অনুরাগীরা সবাই ওর সুস্থতা কামনা করুন কেবল।'


ছোটপর্দায় চলা অন্যতম দীর্ঘ শো-এই সিআইডি। ১৯৯৮ সাল থেকে শুরু হওয়া এই ধারাবাহিক চলেছিল আগামী ২০ বছর। সোনি চ্যানেলে চলা এই ধারাবাহিক কেবলমাত্র জনপ্রিয়তার জোরেই এই জায়গা করে নিয়েছিল। ২০ বছরের গোটাটাই এই ধারাবাহিকে অভিনয় করেছিলেন দীনেশ। অনেক সময় অনেক অভিনেতা অভিনেত্রী এই ধারাবাহিক ছাড়লেও দীনেশ-সহ দয়ানন্দ শেট্টি, শিবাজি সত্যম (Shivaji Satam) ও আদিত্য শ্রীবাস্তব (Aditya Srivastava) ছিলেন এই ২০ বছরই। তাঁদের মধ্যে থেকে দীনেশের এই অসুস্থতার খবরে উদ্বিগ্ন বন্ধুরাও। কেবল সিআইডি নয়, জনপ্রিয় শো 'তারাক মেহতা কি উল্টা চশমা' -তেও ছিলেন দীনেশ। তাঁর সুস্থতা কামনা করছেন অনুরাগীরা। 


 






আরও পড়ুন: Top Social Post: ভাইরাল বাঙালি KBC প্রতিযোগী আলোলিকা, পুনর্মিলন' কপিল শর্মা ও সুনীল গ্রোভারের, আজকের 'সোশ্যালে সেরা'