কলকাতা: এবার একই পর্দায় দেখা যাবে ঋতব্রত মুখোপাধ্যায় (Rwitobroto Mukherjee) ও প্রিয়ঙ্কা ভট্টাচার্যকে (Priyanka Bhattacharjee)। আসছে নতুন ছবি 'সব চরিত্ররা' (Shob Charitrora)। এই শর্টফিল্মের (Short Film) পরিচালক দীপ।


আসছে নতুন ছবি 'সব চরিত্ররা'


এবার মুখোমুখি ঋতব্রত মুখোপাধ্যায় ও প্রিয়ঙ্কা ভট্টাচার্য। আসছে নতুন ছবি 'সব চরিত্ররা'। পরিচালনার দায়িত্বে দীপ। অভিনয়ে ঋতব্রত ও প্রিয়ঙ্কা ছাড়াও দেখা যাবে দেবরাজ ভট্টাচার্য, দেবপ্রসাদ হালদার ও রানা বসু ঠাকুরকে।


এক উঠতি অভিনেতা। যে নিজের জায়গা তৈরি করতে স্ট্রাগল করছে। তাঁর জীবনে ঘটে যাওয়া এক ঘটনার গল্প বলবে 'সব চরিত্ররা'। কুশল একজন অভিনেতা, সে নিজে জানে সে একজন দক্ষ অভিনেতা। কিন্তু সঠিক সুযোগ না পাওয়ায় এক আক্ষেপ তার মনে কাজ করে সারাক্ষণ। একদিন রাতে হুট করেই কুশলের বাড়িতে এক ব্যক্তির আগমন ঘটে। ওই ব্যক্তি নিজের পরিচয় দেয়। কিন্তু কুশলের সন্দেহ থেকেই যায় ওই আগন্তুকের সঠিক পরিচয় নিয়ে। আগন্তুকের আগমনকে কেন্দ্র করেই গড়ে উঠবে গল্প। পরিচয় ও দ্বন্দ্বের মাঝেই এক সাসপেন্স ও টুইস্ট কাজ করবে গল্প যত এগিয়ে চলবে। কুশলের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ঋতব্রত মুখোপাধ্যায়। আগন্তুকের চরিত্রে দেখা যাবে দেবরাজ ভট্টাচার্যকে। 


ঋতব্রত মুখোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে প্রিয়ঙ্কা ভট্টাচার্যকে। খানিক তথাকথিত 'টম বয়' চরিত্রে দেখা যাবে তাঁকে। গল্প এগোনোর সঙ্গে সঙ্গেই প্রিয়ঙ্কা ও আগন্তুকের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। সেইখানেই গল্পের শেষে টুইস্ট। ছবিতে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা দেবপ্রসাদ হালদার ও রানা বসু ঠাকুর।


আরও পড়ুন: RRR Film: জাপানে ফের রেকর্ড গড়ল 'আর আর আর', প্রথম ভারতীয় ছবি হিসেবে ১ মিলিয়নের বেশি দর্শক টানল প্রেক্ষাগৃহে


পরিচালক দীপের এটি তৃতীয় ছবি। খুব শীঘ্রই মুক্তি পাবে তাঁর অপর ওয়েব সিরিজ 'নেক্রো'। ভিন্ন ধরনের এক গল্প নিয়ে আসছেন শুভাশিস, অর্ণ ও প্রিয়ঙ্কা। সিরিজের নাম 'নেক্রো'। একটি খুনের ঘটনাকে ঘিরে শুরু হয় ছবির পটভূমি। পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। জানা যায় যে লোকটি এই খুনগুলো করছে সে 'নেক্রোফিলিয়া' (necrophilia) রোগে আক্রান্ত। কিন্ত কে সেই রোগী, কে সেই খুনী? সব কিছুর সমাধানের পর খুনী কি আদৌ ধরা পড়বে? সিরিজের গল্প যত এগোতে থাকে সাসপেন্সও বাড়তে থাকে। তারই মাঝে এই শর্টফিল্মের কাজে শুরু করতে চলেছেন তিনি। ছবিটি মুক্তি পাবে 'নাইট মাউন্ট এন্টারটেনমেন্ট'-এর ব্যানারে।