কলকাতা: নতুন জীবন শুরু করলেন ছোটপর্দার অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit), প্রেমিক গৌরব দত্তের সঙ্গে কাগজে কলমে বিয়ে সারলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে নিয়েছেন দীপান্বিতা। আপাতত শ্যুটিং চলছে দীপান্বিতার, তার মধ্যেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী। নিজে রুপোলি পর্দার মানুষ হলেও, অভিনেত্রীর স্বামীর রুপোলি পর্দার সঙ্গে কোনও যোগ নেই। গৌরব দত্ত পেশায় একজন পশু চিকিৎসক। ১৫ ডিসেম্বর আইনি বিয়ে সেরেছেন দীপান্বিতা আর গৌরব।
সোশ্যাল মিডিয়ায় বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন দীপান্বিতা রক্ষিত। হালকা ছাইরঙা আভার একটি সিক্যুইন শাড়ি পরেছিলেন তিনি, খোঁপায় হালকা রঙের গোলাপ। সঙ্গে মুক্তো পার হীরে বসানো সূক্ষ কাজের মানানসই গয়না। স্ত্রীর সঙ্গে রঙ মিলিয়ে পোশাক পরেছিলেন গৌরব ও। একটি রেস্তোরাঁয় আইনি বিয়ে সেরেছেন তাঁরা। অতিথি সংখ্যা ছিল ভীষণ কম। দীপান্বিতার স্বামী কর্মসূত্রে মালদায় থাকেন, তবে সময় পেলেই নাকি চলে আসেন অভিনেত্রীর সঙ্গে দেখা করতে। দীপান্বিতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন তাঁর ও গৌরবের হাতের ছবি ও। সেখানে অনামিকায় ঝলমল করছে হীরের আংটি।
প্রসঙ্গত, এর আগে, 'খুকুমণি হোম ডেলিভারি' ধারাবাহিকে অভিনয় করে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী। অনেকদিন চলেছিল এই ধারাবাহিক, জনপ্রিয়তা ও পেয়েছিল ভীষণ। এরপরে অবশ্য নতুন কোনও ধারাবাহিকে দেখা যায়নি তাঁকে। একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন দীপান্বিতা। ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা সেই সিরিজটি। 'প্রফেসর সেনগুপ্ত' নামে একটি ওয়েব সিরিজে দেখা যাওয়ার কথা তাঁকে। অন্যান্য ভূমিকায় ছিলেন, জয় সেনগুপ্ত, দিপান্বীতা রক্ষিত, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, অনুজা রায়, জিৎসুন্দর চক্রবর্তী।
তবে দীপান্বিতা রক্ষিত জানিয়েছেন, এখনই সামাজিক বিয়ে করবেন না তিনি, সেটার পরিকল্পনা অনেক দূর। দীপান্বিতা জানিয়েছেন, তাঁর স্বামী গৌরব যেমন পশুচিকিৎসক, তেমনই দীপান্বিতা পশুপ্রেমী। সেই কারণে ২ জনের মানসিকতা মেলে। কাজের সূত্রে ২ জনকে আপাতত আলাদা থাকতে হলেও, সময় পেলেই একে অপরের সঙ্গে দেখা করে নেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে নেওয়ার পরেই শুভেচ্ছার বন্যায় ভেসেছেন তিনি।