কলকাতা: টেলিভিশনের পর্দায় যখন রামায়ণ সম্প্রচারিত হয়েছিল, সেই সময়ে সবচেয়ে বেশি টিআরপি পেয়েছিল এই ধারাবাহিক। রামায়ণ। দীর্ঘ ৪ বছর ধরে চলেছিল এই ধারাবাহিকের শ্যুটিং। সেই সময়ে, অন্যতম জনপ্রিয়তা পেয়েছিল এই শো এবং এই শো-এর কলাকুশলীরা। সেই সময়ে, একজন বড়পর্দার নায়ক নায়িকাদের থেকেও বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন অরুণ গোভিল (Arun Govil) আর দীপিকা চিখলিয়া (Dipika Chikhlia)। পর্দায়, রাম আর সীতার চরিত্রে অভিনয় করেছিলেন তাঁরা। কিন্তু জানেন কি, সেই সময়ে শ্যুটিং করা মোটেই এত সহজ ছিল না। অভিনেতা অভিনেত্রীদের অনেক কিছুতেই ত্যাগ স্বীকার করতে হয়েছিল। সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে, দীপিকা চিখলিয়া শেয়ার করে নিয়েছেন সেই অভিজ্ঞতা। 

Continues below advertisement

দিপীকা চিখলিয়া জানিয়েছিলেন, নান্দুরবার জেলার ওমরগাঁও গ্রামে 'রামায়ণ'-এর মূল শ্যুটিংটা হত। এই গ্রাম ছিল বেশ অনেকটা দূরত্বে সবার বাড়ি থেকে। অনেকটা সফর করে তবেই এই গ্রামে পৌঁছনো হত। রাস্তা ছিল খারাপ, ফলে রোজ যাতায়াত করা সম্ভব ছিল না। এই গ্রামেই থাকতে হত সমস্ত অভিনেতা অভিনেত্রী ও অন্যান্য কলাকুশলীদের। ফলে তাঁরা ইচ্ছে হলেই বাড়ি আসতে পারতেন না। গ্রামেই থাকতে হত। এর ফলে, একবার দীপিকা আর অরুণ দীপাবলির সময় ও বাড়ি আসতে পারেননি। ওই গ্রামেই তাঁদের থাকতে হয়েছিল। দীপিকা জানান, সেই সময়ে সবার বাড়ির কথা সবার ভীষণ মনে পড়ত। কিন্তু কিছু করার ছিল না। ধারাবাহিক এতটাই ভাল চলছিল যে, সেই সময়ে ধারাবাহিকের জন্য প্রত্যেকদিন নতুন নতুন দৃশ্য শ্যুটিং করতে হত। ফলে তাঁরা কেউ দীপাবলিতে বাড়ি যেতে পারেননি। 

 ১৯৮৭ সালে প্রথম দূরদর্শনে সম্প্রচারিত হয় এই অনুষ্ঠান। সেইসময় ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল এটি। টানা ৭৮টি এপিসোড চলার পরে ১৯৮৮ সালে শেষ হয় রামানন্দ সাগরের ‘রামায়ণ’। অনুষ্ঠানে রামের ভূমিকায় অভিনয় করেছিলেন অরুণ গোভিল (Arun Govil)। কেবল রাম বা সীতাই নয়, অনুরাগীদের এখনও মনে রয়েছে অন্যান্য চরিত্রদেরও। লক্ষ্মণের (Laxman) ভূমিকায় দেখা গিয়েছিল সুনীল লেহরি (Sunil Lehri)-কে। হনুমানের চরিত্রে অভিনয় করেছিলেন দারা সিংহ (Dara Sinha)। এ ছাড়াও রাবণের চরিত্রে (Ravan) দেখা গিয়েছিল অরবিন্দ ত্রিবেদীকে। আশির দশকে প্রথম সম্প্রচার শুরু হলেও তার পরে বহু বছর পর্যন্ত জনপ্রিয়তা ধরে রেখেছিল রামানন্দ সাগরের ‘রামায়ণ’। এমনকি, ‘রামায়ণ’ শেষ হওয়ার পরে ‘লব কুশ’ নামক আরও একটি অনুষ্ঠান তৈরি করেছিলেন রামানন্দ সাগর। সেখানেও সীতার ভূমিকায় ছিলেন দীপিকা।

Continues below advertisement