কলকাতা: স্টেজ ২ লিভার ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী দীপিকা কক্কর (Dipika Kakkar)। জটিল রোগে আক্রান্ত হওয়ার কথা প্রথম নিজের ব্লগেই শেয়ার করে নিয়েছিলেন দীপিকা। বেশ কয়েক বছর অভিনয় থেকে দূরে তিনি। স্বামী শোয়েব ইব্রাহিম ও একরত্তি ছেলেকে নিয়েই এখন সংসার তাঁর। পাশাপাশি শোয়ের ব্লগিং-ও করেন। সেখানেই অনুরাগীরা খবর পান দীপিকার। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকলেও, মানুষের দীপিকাকে নিয়ে আগ্রহ এতটুকুও কমেনি। তাই দীপিকার ক্যানসারের খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন অনুরাগীরা। আর আজ, সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত লিখে নিজেই নিজের শারীরিক পরিস্থিতির খবর দিলেন দীপিকা।
আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে নিয়েছেন দীপিকা। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় বসে রয়েছেন তিনি। দীপিকা লিখেছেন, '১১ দিন হাসপাতালে থাকা, তারপরে বাড়িতে থাকা। আপাতত আমি টিউমার মুক্ত। তবে চিকিৎসার মাত্র একটা অংশ এটা। সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে চিকিৎসা চলবে। আর আমার নিজের ওপর বিশ্বাস রয়েছে, আমার শরীর ও তাতে সাড়া দেবে। এই ১১ দিন ভীষণ কঠিন ছিল। কিন্তু আমার আশেপাশে যে ভাল মানুষেরা ছিলেন, তাঁদের জন্যই সবটা সহজ হয়ে গিয়েছে। কোকিলাবেন হাসপাতালের সমস্ত চিকিৎসকেরা আমার ভীষণ যত্ন নিয়েছেন। ডঃ সোমনাথ চট্টোপাধ্যায় আর তাঁর টিমের সবাই শুধু এক একজন ভাল চিকিৎসক নন, প্রত্যেকে ভীষণ ভাল মানুষ। যখন একজন চিকিৎসক ভালবেসে, রোগীর কষ্টটা অনুভব করে চিকিৎসা করেন, তখন রোগী তো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেনই। হাসপাতালের সিস্টার এবং অন্যান্য কর্মীদের কাছেও আমি নতশির। আপনাদের সবাই যত্নে আমি সুস্থ হতে পেরেছি আর বাড়ি ফিরে যেতে পেরেছি। ভালবাসা আর প্রার্থনা আমার সবচেয়ে বড় শক্তি যেটা মানুষ আমায় নিরন্তর জুগিয়েছেন। মন থেকে অনেক ধন্যবাদ। আপনাদের সবার ভালবাসা পেয়ে মনে মনে অনেকটা শক্তি পেয়েছি। আপনাদের ভালবাসা আর আশীর্বাদ আমার সঙ্গে থাকলে আগামীর চিকিৎসার ও খুব উন্নতি হবে।'
দীপিকার এই পোস্টে তাঁকে গওহর খান সহ অনেক বন্ধুরা ও অগুণতি ভক্তরা ভালবাসা জানিয়েছেন। প্রত্যেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।