নয়াদিল্লি: বলিউডের (Bollywood) সঙ্গে নেপোটিজম (Nepotism) বিতর্ক যেন ওতপ্রোতভাবে জড়িত। প্রায়ই কোনও না কোনও তারকা সন্তানকে বলিউডে লঞ্চ করতে দেখা যায় তাবড় পরিচালক, প্রযোজকদের। আর এসবের মাঝে বলিউডে তিন নতুন মুখকে লঞ্চ করতে চলেছেন অনুভব সিনহা, তাঁর পরবর্তী প্রজেক্ট 'মিডল ক্লাস লভ'-এ (Middle Class Love)। 


বলিউডে নতুন তিন মুখ


রত্না সিনহা (Ratnaa Sinha) পরিচালিত, এই ছবিতে ধরা পড়বে কলেজ রোম্যান্স (College Romance)। সেই সঙ্গে মিলবে আনন্দ, হুল্লোড়, মজাও। এই রোম্যান্টিক কমেডিতে দেখা যাবে প্রীত কামানি (Prit Kamani), ইশা সিংহ (Eisha Singh) ও কাব্যা থাপারকে (Kavya Thapar)।


'তুম বিন', 'থপ্পড়', 'অনেক' ইত্যাদি ছবি খ্যাত অনুভব সিনহা এই প্রজেক্ট সম্পর্কে বলেন, 'আমাদের অস্তিত্বের সঙ্গে প্রচণ্ডভাবে জড়িত গল্প বলাই আমাদের উদ্দেশ্য। এই গল্পগুলির জন্য একটি প্ল্যাটফর্ম দেওয়াও অত্যাবশ্যক, যাতে সেখানে থাকা সেরা প্রতিভাগুলিকে ফুটিয়ে তোলা যায়।'


তিনি আরও বলেন, 'আমি গর্বিত যে আমি এমন ট্যালেন্টেড, কর্তব্যপরায়ণ ও পরিশ্রমী অভিনেতাদের লঞ্চ করতে পারছি যাঁদের এই ইন্ডাস্ট্রির সঙ্গে কোনও যোগাযোগ নেই। তাঁদের এমন জায়গা দিচ্ছি যেখানে নিজেদের ট্যালেন্ট দেখাতে পারবে।'


 




আরও পড়ুন: Romantic Song: তিন দেশের মেলবন্ধনে তৈরি হল প্রেমের গান, জুটি বাঁধলেন জন-সঞ্জনা


'শাদি মে জরুর আনা' পরিচালক রত্না সিনহা বলেন, 'এটা এক মধ্যবিত্ত ছেলের পরিণত বয়সে পদার্পণের গল্প। তার যৌবনের আগমনের জন্য প্রেম-আকর্ষণ, উপলব্ধি, অনুভূতি, আবেগের অনেকগুলি ধাপ অতিক্রম করার একটি প্রক্রিয়া প্রয়োজন। এই গল্পের জন্য নতুন ট্যালেন্টের দরকার ছিল এবং এই ট্যালেন্টেড শিল্পীদের আমার ছবিতে সুযোগ দিতে পেরে আমি আনন্দিত।' 'মিডল ক্লাস লভ' মুক্তি পাবে ১৬ সেপ্টেম্বর।