নয়াদিল্লি: একদিকে দক্ষিণ ভারতের তারকা পরিচালক অ্যাটলি (Atlee), অন্যদিকে বলিউডের বাদশাহ্ শাহরুখ খান (Shah Rukh Khan)। দক্ষিণে দুর্দান্ত হিট ছবি প্রদানের পর বলিউডে পা রেখেই রেকর্ড ভাঙা ব্যবসা করল অ্যাটলির ছবি। কিং খান অভিনীত 'জওয়ান' (Jawan) বক্স অফিসে (Box Office record) ভেঙেছে একাধিক রেকর্ড। এবার এক সাক্ষাৎকারে পরিচালক নিশ্চিত করেছেন যে 'জওয়ান' ছবির সিক্যুয়েলও ('Jawan' Sequel) আসবে। 


'জওয়ান' ছবির সিক্যুয়েল তৈরি হবে


৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে অ্যাকশন ফিল্ম 'জওয়ান'। বক্স অফিসে এই ছবির ব্যবসা পুরনো একাধিক রেকর্ড ভেঙে তৈরি করেছে নতুন মাইলফলক। বিশ্বজুড়ে দিন দশেকের মধ্যে ৭০০ কোটির আয় পেরিয়ে গিয়েছে ছবির। এবার তারকা পরিচালক, সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলসা করলেন যে এই ছবির একটি সিক্যুয়েল তৈরি করবেন তিনি। যদিও কবে সেই বিষয়ে এখনই কিছু স্থির করেননি বলেও জানিয়েছেন। 


জাতীয় বিনোদন সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাটলিকে জিজ্ঞেস করা হয়েছিল যে এমন কোনও চরিত্রের কথা তাঁর মাথায় রয়েছে কি না, যাঁকে মুখোমুখি লড়াইয়ে অংশ নিতে দেখা যাবে পরের ছবিতে। হেসে পরিচালক উত্তর দেন, যে পরের ছবি বিক্রম রাঠৌর, অর্থাৎ 'বাবা' শাহরুখ খানের চরিত্র ফিরবে। তিনি অবশ্য এও জানিয়েছেন যে এখন বেশিরভাগ ছবিরই শেষ মুক্ত রাখা হয় যাতে সিক্যুয়েল তৈরির অবকাশ থাকে, কিন্তু ছবির দ্বিতীয় পর্ব তিনি তখনই তৈরি করবেন যদি শক্তিশালী কোনও চিত্রনাট্য পান। 


অ্যাটলি সাক্ষাৎকারে বলেন, 'দেখুন, আমার সমস্ত ছবিরই শেষটা এরকমই হয় (ওপেন এন্ডিং)। তবে আমার কোনও ছবিরই সিক্যুয়েল তৈরির কথা আমি কখনও ভাবিনি। আমি শেষটা উন্মুক্ত রেখেছি এবং শক্তিশালী কোনও আইডিয়া এলে, আমি নিশ্চয়ই সিক্যুয়েল তৈরি করব। দেখা যাক।'


ওটিটিতে 'জওয়ান' ছবির বিস্তারিত সংস্করণ


পরিচালক ওই সাক্ষাৎকারে এও জানান যে ওটিটিতে এই ছবির এক্সটেন্ডেড অর্থাৎ বিস্তারিত সংস্করণ রিলিজ করানোর চেষ্টায় রয়েছে তাঁর টিম। তিনি জানান যে যদিও ছবিতে আবেগের নিখুঁত অনুপাত ছিল, কিন্তু ওটিটির জন্য তাঁরা ভিন্ন তরঙ্গের কথা ভাবছেন। সেই কারণে তিনি এখনও একদিনেরও ছুটি নেননি বলেও জানান পরিচালক। 


'জওয়ান' মুক্তির আগে শোনা গিয়েছিল এই ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে থলপতি বিজয়কে। কিন্তু তা শেষ পর্যন্ত বাস্তবে রূপান্তরিত হয়নি। পরিচালক জানান যে এই ছবিতে তারকা অভিনেতাকে না রাখার সিদ্ধান্তই তিনি নিয়েছিলেন, কারণ থলপতি বিজয়কে নিয়ে তাঁর বড় পরিকল্পনা রয়েছে। থলপতি বিজয় ও শাহরুখ খান, দুই বড় তারকাকে নিয়ে একটি 'টু-হিরো' ছবি তৈরির ইচ্ছা রয়েছে অ্যাটলির। 'তাঁকে (বিজয়) ক্যামিওর জন্য না বলার একটা কারণ রয়েছে। আমি শাহরুখ স্যার ও বিজয় স্যারের জন্য কিছু একটা লিখব। ওঁরা দুজনেই আমার কেরিয়ারের শ্রেষ্ঠ সময় দিয়েছেন। কোনও একদিন, আমি ওঁদের দুজনের জন্য একটা চিত্রনাট্য তৈরি করব এবং একটা ছবিতে ওঁদের দুজনকে রাখব।'


এরপর যখন তাঁকে জিজ্ঞেস করা হয় যে একই ছবিতে কিং খান ও থলপতি বিজয়, দুই তারকা থাকা মানে কি বক্স অফিসে দেড় হাজারের আয়? অ্যাটলি হেসে উত্তর দেন, 'তার থেকেও বেশি হওয়া উচিত'।