মুম্বই: প্রথমবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন রণবীর কপূর (Ranbir Kapoor) এবং শ্রদ্ধা কপূর (Shraddha Kapoor)। পরিচালক লভ রঞ্জনের ছবিতে তাঁদের একসঙ্গে দেখা যাবে। আজ নেট দুনিয়ায় একটি টিজার পোস্টার শেয়ার করা হয় নির্মাতা থেকে শ্রদ্ধা কপূর এবং পরিচালকের লভ থেকে। যেখানে ছবির নাম হিসেবে দেওয়া রয়েছে 'টিজেএমএম'। কিন্তু এই 'টিজেএমএম'-এর (TJMM) পুরো নাম কী? নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ছবির নাম প্রকাশ্যে আসবে আগামীকাল। তার আগে নেটিজেনরা উচ্ছ্বাস প্রকাশ করলেন ছবির নাম নিয়ে। তাঁরা ইতিমধ্যেই ছবির নাম আন্দাজ করতে শুরু করেছেন।
'টিজেএমএম' ছবির পুরো নাম কী?
পরিচালক লভ রঞ্জন এবং শ্রদ্ধা কপূরের পক্ষ থেকে তাঁদের আগামী ছবি 'টিজেএমএম'-এর পোস্টার শেয়ার করা হয়। পোস্টার শেয়ার হওয়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে উচ্ছ্বাস প্রকাশ হয়েছে। সাধারণ নেট নাগরিক থেকে তারকারা অনেকেই ইতিমধ্যে ছবির পুরো নাম আন্দাজ করতে শুরু করেছেন। কমেন্টে কেউ লিখেছেন, 'তেরা জিনা মেরা মরনা'। কেউ বলছেন, ছবির নাম 'তু জুলিয়েট ম্যায় মজনু'। আবার কেউ বলছেন, 'তু জানে মেরা মন', কেউ বলছেন, 'তুম জাতাও ম্যায় মানু'। আলিয়া ভট্ট আবার ছবির টিজার পোস্টার শেয়ার করে নাম আন্দাজ করেছেন যে, 'টিঙ্গল জিঙ্গল মিঙ্গল মিঙ্গল'। আসলে এই ছবির পুরো নামটা যে কী, তা জানা যাবে আগামীকাল।
আরও পড়ুন - Top Entertainment News Today: বিনোদন জগতের সেরা এক ডজন খবর একঝলকে