কলকাতা: কাঁধের ওপর বসে ছোট্ট ইউভান। কখনও দু-হাত দিয়ে মুঠো করে ধরছে বাবার চুল, আবার কখনও লাফিয়ে উঠছে খুশিতে। তার মুখে কী বাবা ডাক শুনছেন রাজ চক্রবর্তী? সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে পরিচালক লিখলেন, 'আমার ছেলে আমায় বাবা বলে ডাকতে শিখে গিয়েছে।'
আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও শেয়ার করেন রাজ। সেখানে দেখা যায়, বাবার সঙ্গে খেলা করতে ব্যস্ত ইউভান। ভিডিওটি শেয়ার করে রাজ লিখেছেন, 'আমার ছেলে আমায় বাবা বলে ডাকতে শিখে গিয়েছে। আমি যতবার ওর মুখ থেকে এই ডাকটা শুনি, মুগ্ধ হয়ে যাই। এটা পৃথিবীর সেরা অনুভূতি।'
বাবা রাজের প্রিয় সঙ্গী ইউভান। সদ্য নির্বাচিত বিধায়ক কাজের ফাঁকে ইউভানের সঙ্গেই সময় কাটাতে পছন্দ করেন। ব্যারাকপুরের বিধায়ক কাজ মিটিয়ে আরবানার আস্তানায় ফেরেন ইউভানের টানেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের ও ইউভানের কিছু ছবি শেয়ার করেন রাজ। সেখানে দেখা গিয়েছিল, একটি পালসার বাইকে চড়ে বসেছে ইউভান। আর তাকে ধরে রয়েছেন রাজ। ক্যাপশানে রাজ লিখেছেন, ' এই Pulsar 150 বাইকটা আমার প্রথম নিজের গাড়ি। ২০০৩ সালে আমি এই বাইকটা কিনি আমার প্রথম উপার্জন দিয়ে। এখন এইটা ইউভান চালানোর চেষ্টা করছে। খুব তাড়াতাড়ি বড় হয়ে ইউভান এই বাইকটা চালানো শিখে যাবে।'
কিছুদিন আগেই একটি মজার ভিডিও শেয়ার করেছিলেন রাজ। সেখানে দেখা যাচ্ছে, বিছানায় শুয়ে ছোট্ট ইউভান। আর ক্যামেরায় ইউভানের উদ্দেশ্যে রাজ বলছেন, বাবা এতদিন বাড়ি ছিল না। তাই বাবা যা অত্যাচার করবে তোমায় সব সহ্য করতে হবে।' বলেই রাজ ইউভানকে আদর করছেন। আর ছোট্ট ইউভান প্রথম হতভম্ব, তারপরেই হেসে উঠছে বাবার আদর খেয়ে। আনন্দে আত্মহারা দুজনেই। মিষ্টি সেই ভিডিওর কমেন্টে ভালোবাসা উপচে দিয়েছিলেন নেটিজেনরা।
কিছুদিন আগেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছোট্ট ইউভানের একটি ভিডিও শেয়ার করেছিলেন রাজ। সেখানে দেখা যাচ্ছে, খাটের ওপর দেওয়াল ধরে ধরে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে ইউভান। সফলও হচ্ছে। ভিডিওর ক্যাপশানে রাজ লিখেছেন, আমার ৬ মাসের বাচ্চা দাঁড়াতে শিখে গিয়েছে। এখন নাকি ও সবসময়ই উঠে দাঁড়াতে চায়। এমনকি মিউজিকেও সাড়া দেয়। থ্যাঙ্কু মাম্মা শুভশ্রী আমায় আমাদের ছেলের বড় হওয়ার সমস্ত অধ্যায়ে সামিল করার জন্য। হয়ত আমি কাজের চাপে কিছু কিছু মুহূর্ত ভাগ করে নিতে পারছি না। কিন্তু শুভশ্রী আমায় এই ভিডিওগুলো পাঠাচ্ছে। এতে অবশ্য আমার মিস করাটা কিছুটা হলেও কমছে।'