করোনা আক্রান্ত রাজ চক্রবর্তী, নিজেই জানালেন ট্যুইট করে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Aug 2020 02:32 PM (IST)
রাজের স্ত্রী অভিনেত্রী শুভশ্রী সন্তানসম্ভবা। সামনেই তাঁর পরিবারের নতুন সদস্য আসার কথা।
কলকাতা: করোনা আক্রান্ত পরিচালক রাজ চক্রবর্তী। নিজেই ট্যুইট করে জানালেন এই কথা। পরিচালকের বাবা হাসপাতালে ভর্তি আছেন। তবে তাঁর করোনা হয়নি। আপাতত রাজ আছেন হোম কোয়েরেন্টিনেই। বাড়ির বাকিদের করোনা পরীক্ষা হবে, জানিয়েছেন রাজ। রাজের স্ত্রী অভিনেত্রী শুভশ্রী সন্তানসম্ভবা। সামনেই তাঁর পরিবারের নতুন সদস্য আসার কথা।