কলকাতা: শুরুটা হয়েছিল 'মীরাক্কেল' - এর মঞ্চ থেকে। প্রথমে প্রতিযোগী হিসাবে, তারপর মেন্টর। এরপর শুভঙ্কর চট্টোপাধ্যায়ের সঙ্গে ক্যামেরার পিছনে দীর্ঘদিনের কাজ। সেই ছোট ছোট সিঁড়ি পেরিয়েই আজ সম্পূর্ণ নিজে একটা শো পরিচালনা করছেন তিনি। সঙ্গীত তিওয়ারি। চশমা পরা এলো চুলের, মুখে হাসি লেগে থাকা সেই ছেলেটাকে মনে আছে তো?


ক্যামেরার সামনে কাজ করা থেকেই তাঁকে টানত লেখালেখির কাজ। সেসময় বিভিন্ন রিয়্যালিটি শো-এর ক্যামেরার পিছনের কাজ ভালো লাগত তাঁর। সঙ্গীত বলছেন, 'ইঞ্জিনিয়ারিং-এর চাকরি ছেলে মীরাক্কেলে গিয়েছিলাম। সেই থেকেই ইচ্ছা ছিল নতুন কিছু করার। কিন্তু পরবর্তীকালে বুঝলাম, ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পিছনে কাজ করতেই বেশি স্বচ্ছন্দ আমি। মীরাক্কেলের ফাইনালিস্ট ছিলাম। তারপর মেন্টর হিসেবেও কাজ করেছি অনেকদিন। তারপর শুভঙ্করদার সঙ্গে প্রোডাকশানের কাজ করেছি অনেকদিন। উনিই আমার শিক্ষক বলা যেতে পারে।'


কিন্তু সম্পূর্ণ নিজের কোনও কাজ করার ইচ্ছা ছিল সঙ্গীতের। সেই তাগিদেই ফের চাকরি ছেড়ে শুরু করে ফ্রিলান্সিং। 'দাদাগিরি', 'ডান্স বাংলা ডান্স' - এর মত শো-তে ক্যামেরার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সঙ্গীত। কেমন ছিল সেই অভিজ্ঞতা? সঙ্গীত বলছেন, 'আমি আদর্শ ব্যাপারটায় খুব একটা বিশ্বাস করি না। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অনবদ্য। ওনার থেকে প্রত্যেক মুহূর্তে অনেক কিছু শেখার আছে। ওনার অনেক ছোট ছোট কথাও আমায় প্রেরণা দিয়েছে। দেব, সায়ন্তিকা সবার সঙ্গেই ভালো সম্পর্ক রয়েছে আমার। মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাটানো একাধিক স্মরণীয় মুহূর্তও রয়েছে।' আপাতত জনপ্রিয় শো 'সুপার সিঙ্গার'- যুগ্মভাবে পরিচালনা করছেন সঙ্গীত। একটি প্রথম সারির চ্যানেলের 'মহালয়া'-র একটি অংশের দায়িত্বও সামলাচ্ছেন তিনি।


আর এই প্রথমবার গোটা একটা শো পরিচালনার দায়িত্ব সঙ্গীতের কাঁধে। স্টার জলসার নতুন শো 'গোলেমালে গোল'-এর পরিচালনার দায়িত্বে রয়েছেন তিনি। অভিনয় করতে দেখা যাবে সৌরভ দাস, দর্শনা বনিক সহ একগুচ্ছ চেনা মুখকে। দায়িত্ব বাড়ল? হাসতে হাসতে সঙ্গীতের উত্তর, 'অবশ্যই। একটা ইউনিটের প্রায় ২৫০ জনের দায়িত্ব আমার। শো টা ভালো হলেও আমার, আর তুলনামূলকভাবে কম ভালো হলেও। দোষারোপ করার কেউ নেই। আমার কেরিয়ার শুরু কমেডি শো থেকে। এটাও একটা কমেডি শো। তাই আমার কাছে বিশেষ'


স্থায়ী চাকরি ছেড়ে বার বার ঝুঁকির পথ বেছেছেন সঙ্গীত। তবে প্রতিবারই অটল থেকেছে তাঁঁর লক্ষ্য। বলছেন, 'আমার স্ত্রী সঞ্চারীর থেকে সবসময় সমর্থন পেয়েছি। ও পাশে না থাকলে এতদূর পৌঁছতে পারতাম না।'


আগামীদিনে ছবি পরিচালনা করার ইচ্ছা আছে? সঙ্গীতের স্পষ্ট উত্তর, 'সবার মত সেই ইচ্ছা আমারও আছে। তবে এখনই না। আমি আরও একটু সময় নিয়ে কাজটা শিখতে চাই। এখনই গোটা সিনেমা পরিচালনার জন্য তৈরি নই।'