কলকাতা: পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায়ের সিনেমা-কেরিয়ারের দশকপূর্তি। তা নিয়ে আনন্দ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন পরিচালক। লেখেন তাঁর দশ বছরের পরিচালনার একেকটি মাইলস্টোনের কথা। তারপর স্বাভাবিক নিয়মেই শুভেচ্ছা-বন্য়া। সৃজিত লিখেছিলেন,  ‘১০ বছর। ১৮টি ছবি। ২টি ওয়েব ফিল্ম। ১টি ওয়েব সিরিজ। ১৭টি রিলিজ। ১৪টি সুপারহিট। ১৭৭টি অ্যাওয়ার্ড। ৫৯টি ফিল্ম ফেস্টিভ্যাল’।


কিন্তু প্রশংসার সুর কাটলেন ইন্ডাস্ট্রিরই আরেক পরিচালক। সুমন ঘোষ। তিনি পেশায় অর্থনীতির শিক্ষক। ঝুলিতে  ‘পদক্ষেপ’, ‘দ্বন্দ্ব’, ‘নোবেল চোর’-এর মতো ছবি। সৃজিতের এই পোস্টে পরিচালককে শুভেচ্ছা জানিয়েই তিনি লেখেন, নিজের স্কোরকার্ড এভাবে ফলাও করে লিখতে দেখে কেমন যেন লাগছে। অর্থাৎ কি না তাঁর 'রুচি'তে বেমানান লাগছে। এই প্রশ্ন তোলাতেই দুই পরিচালকের ট্যুইটে কেটেছে তাল।

সুমন লেখেন, বাংলা সিনেমায় তোমার অবদানের জন্য শুভেচ্ছা। কিন্তু তোমাকে নিজের স্কোরকার্ড এ ভাবে প্রচার করতে দেখে কেমন একটা লাগছে। এই পেশার সঙ্গে যুক্ত কাউকে এর আগে এরকম করতে দেখিনি আমি। তবে তুমি জানো,  কোনও  বিদ্বেষ থেকে এ কথা বলছি না। পুরোটাই তো রুচির উপর নির্ভরশীল।

এই রুচি কথাটাতেই হয়েছে সমস্যা। সৃজিতও জবাব দিয়েছেন। লিখেছেন, অবাক হচ্ছি একজন পরিসংখ্যানবিদ/অর্থনীতিবিদ একথা বলছেন, যিনি  অন্যের বক্স অফিস ফিগার নিয়ে কথা বলতে বা নিজের সাফল্য বিচার করতে দ্বিধা করেন না! যদিও আমার মনে হয় রুচি বিষয়টি ক্ষেত্র বিশেষে আলাদা।



ট্যুইট-যুদ্ধ অবশ্য এখানেই থেমে। এরপর জল কোনদিকে গড়ায়, সেদিকেই চেয়ে সিনেদুনিয়া।