নয়াদিল্লি: পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Ranjan Agnihotri) ও প্রযোজক অভিনেত্রী পল্লবী যোশী (Pallavi Joshi) তাঁদের পরবর্তী ছবি 'দ্য ভ্যাক্সিন ওয়ার' (The Vaccine War) নিয়ে বেশ উত্তেজিত এবং অবশ্যই এটিকে সফল করতে কোনও খামতি রাখতে চান না। পরিচালক নিজের সোশ্যাল মিডিয়ায় আগামী সিনেমার একাধিক ভিডিও ক্লিপ, ছবি শেয়ার করে চলেছেন অনুরাগীদের জন্য। ছবির কাজ কতদূর কী এগোল, সেই বিষয়ও আপডেট দিয়ে চলেছেন সময় সময়।
নতুন ঝলক প্রকাশ্যে 'দ্য ভ্যাক্সিন ওয়ার' ছবির
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন পরিচালক। জোর কদমে চলছে ছবির কাজ। তারই ঝলক প্রকাশ করেন বিবেক অগ্নিহোত্রী। এডিটিং স্টুডিও থেকে একটি আকর্ষণীয় মোশন ক্লিপ শেয়ার করেছেন পরিচালক। ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে 'কান্তারা' খ্যাত অভিনেত্রী সপ্তমী গওডাকে (Sapthami Gowda)। 'দ্য ভ্যাক্সিন ওয়ার' ছবিতে অভিনেত্রীর প্রথম লুক প্রকাশ বলা যেতে পারে। 'কান্তারা' ছবিতে দেশিয় পোশাকের পর 'দ্য ভ্যাক্সিন ওয়ার' ছবিতে বৈজ্ঞানিকের চরিত্রে দেখা যাবে সপ্তমীকে।
ভিডিও পোস্ট করে ক্যাপশনে পরিচালক বিবেক অগ্নিহোত্রী লেখেন, 'গত ৩ দিন ও রাত স্টুডিও ছাড়িনি। সত্য ঘটনা অবলম্বনে তৈরি 'দ্য ভ্যাক্সিন ওয়ার' ছবির ফাইনাল মিক্সিং আমাকে জম্বি বানিয়ে দিয়েছে ঠিক যেমন ভ্যাক্সিন তৈরির সময় অবস্থা হয়েছিল এক বৈজ্ঞানিকের।'
বিবেক রঞ্জন অগ্নিহোত্রী ও পল্লবী যোশীর 'দ্য ভ্যাক্সিন ওয়ার' নিয়ে অপেক্ষা যত বাড়ছে, ততই সেই উত্তেজনা জিইয়ে রাখার সমস্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। এই ছবি মুক্তি পাবে ১০টি ভিন্ন ভাষায়। 'আই এম বুদ্ধ' প্রযোজনা সংস্থার অধীনে মুক্তি পাবে ছবিটি এবং ভারতীয় গর্ব ও বিশ্বে এদেশের গৌরবের গল্প বলবে 'দ্য ভ্যাক্সিন ওয়ার'। ছবির মুক্তির এখনও কোনও আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়নি।
প্রসঙ্গত, ২০২২ সালের ১১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায়, বিবেক রঞ্জন অগ্নিহোত্রী পরিচালিত 'দ্য কাশ্মীর ফাইলস'। এই ছবি বক্স অফিসে যেমন ঝড় তোলে, তেমনই প্রবল সমালোচনার সম্মুখীনও হয়। অনেকেই এই ছবিকে 'প্রপাগান্ডা' তকমা যেমন দেয়, তেমনই অনেকেই এই ছবির ভূয়সী প্রশংসা করেন। এবার 'দ্য ভ্যাক্সিন ওয়ার' মানুষের মনে কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial