কলকাতা: অস্কার জিতে  সিনেমহলে রীতিমত সাড়া ফেলে দিয়েছিলে  "দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স" (The Elephant Whisperers)তথ্য়চিত্রটি। এবার এই ছবির নির্মাতাদের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ আনলেন তথ্য়চিত্রের মুখ্য় চরিত্র আদিবাসী দম্পতি বোম্মান-বেলি। তাঁরা জানান, পরিচালক কার্তিকি গনসালভেস (Kartiki Gonsalves) তাঁদের ন্য়ায্য় পারিশ্রমিকটুকুও দেননি। শুধু তাই নয়, শ্য়ুটিং-এর সময় তাঁরা যে টাকা খরচ করেছিলেন, সেই টাকাও দেওয়া হয়নি বলে অভিযোগ করেন এই দম্পতি। টাকা চাইতে গেলে তাঁদেরকে হুমকিও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বোম্মান ও বেলি। 


বোম্মান ও বেলি আরও জানান যে, এই তথ্যচিত্র শ্য়ুটিং-এর সময় তাঁদের বিয়ের একটি দৃশ্য় ছিল। পরিচালক কার্তিকি গনসালভেস (Kartiki Gonsalves) এই অংশটি সঠিত ভাবে শ্য়ুট করতে চেয়েছিলেন। ঐতিহ্য অনুসারে বিয়ের অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের খাবারের নিমন্ত্রণ করা হয় এবং তাঁদের নতুন পোশাক দেওয়া হয়। বোম্মান ও বেলির অভিযোগ, এই পুরো দৃশ্য়ের জন্য় যে  টাকা খরচ হয়, তা নিজের নাতনির শিক্ষার জন্য  তাঁরা জমিয়ে রেখেছিলেন। এই টাকা তাঁদের ফেরত দেওয়া হয়নি।


এর পাশাপাশি তাঁরা জানেন, মোট এক লাখ টাকা তাঁদের খরচ হয়। পরিচালক কার্তিকি গনসালভেস (Kartiki Gonsalves) টাকা ফেরত দেওয়ার কথা বললেন, তাঁকে যতবারই ফোন করা হয়, তিনি বলেন ব্য়স্ত আছেন। টাকা ফেরতের প্রতিশ্রুতি দিলেও তা এখনও পর্যন্ত দেননি।


আরও পড়ুন...


https://bengali.abplive.com/lifestyle/hair-care-tips-some-easy-homemade-serums-for-frizzy-hair-here-is-the-list-know-in-details-998991/amp


প্রসঙ্গত, ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (95th Academy Awards) মঞ্চে সেরা ডকুমেন্টারি শর্ট (Documentary Short Film) বিভাগে অস্কার পেয়েছিল ভারতীয় ছবি 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' (The Elephant Whisperers)।  ৮ ডিসেম্বর ২০২২ সালে নেটফ্লিক্সেই (Netflix) মুক্তি পায় ছবিটি। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ছাড়াও এই ছবি নিউ ইয়র্কের বার্ষিক ডক্যুমেন্টারি ফিল্ম (Documentary Film) ফেস্টিভ্যাল 'ডক এনওয়াইসি'তে শর্টলিস্টেড হয়েছিল। 'মিডিয়া অ্যাওয়ার্ডস'-এর 'হলিউড মিউজিক'-এ এই ছবির আবহ মনোনীত হয়েছিল। এছাড়া 'আইডিএ ডকুমেন্টারি অ্যাওয়ার্ডস'-এ 'বেস্ট শর্ট ডকুমেন্টারি' বিভাগে মনোনয়ন পায় এই ছবি।


উল্লেখ্য়, তথ্য়চিত্র  "দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স"(The Elephant Whisperers)-এর হাত ধরে শুরু হল গোয়া এনভায়রনমেন্টাল চলচ্চিত্র উৎসব (Goa Environmental Film Festival)। রঘু নামের এক অনাথ হস্তিশাবককে দায়িত্ব নিয়ে বড় করে তোলার গল্প দেখা যায় এই ছবিতে।



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন



https://t.me/abpanandaofficial