Disha Patani: ফের এনকাউন্টার যোগী রাজ্যে। এবার খতম দিশা পাটানির পৈতৃক বাড়ি লক্ষ্য করে গুলি চালানো ২ শ্যুটার। গত ১২ সেপ্টেম্বর উত্তর প্রদেশের বরেলিতে বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়ি লক্ষ্য করে ভোররাতে ৩টে ৪৫ মিনিট নাগাদ গুলি চালায় বাইকে করে আসা দুই দুষ্কৃতী। এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, ঘটনার দিন বাইকে করে আসে ২ দুষ্কৃতী। প্রথমে বাড়ির সামনে দিয়ে বাইক নিয়ে চক্কর কাটে ওই দু'জন। সেই সময় বাড়ির ভিতর থেকে সম্ভবত কিছু টের পেয়ে চিৎকার করে ডেকে উঠেছিল একটি কুকুর। বাড়ির সামনে দিয়ে ২ দুষ্কৃতী একবার বাইক নিয়ে চলে গিয়েও, ফের ফিরে আসে পরক্ষণেই। এরপর বাইকের পিছনে থাকা আরোহী নেমে আসে। বাড়ির পাশের ফাঁকা রাস্তায় ঢুকে শূন্যে কয়েকবার গুলি চালায় ওই দুষ্কৃতী।
আজ গাজিয়াবাদে এই ২ দুষ্কৃতীকে খতম করেছে পুলিশ। দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল, হরিয়ানা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স এবং উত্তর প্রদেশ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স একত্রিত হয়ে অভিযান চালিয়েছিল। তাতেই খতম হয়েছে এই ২ দুষ্কৃতী। পুলিশ জানিয়েছে, এই দুই অভিযুক্তের একজনের নাম রবিন্দর, যে রোহতকের বাসিন্দা। অন্যজনের নাম অরুণ, যে সোনিপতের বাসিন্দা। অর্থাৎ ২ জনের হরিয়ানার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, এর দু'জনেই রোহিত গোদারা এবং গোল্ডি ব্রার- এর গ্যাংয়ের সক্রিয় সদস্য। আগে থেকেই ক্রিমিনাল কেস ছিল রবিন্দরের নামে। পুলিশ এও জানিয়েছে, এদিনের এনকাউন্টারে স্পেশ্যাল সেল- এর এক অফিসার আহত হয়েছেন।
এনকাউন্টারের ঘটনাস্থল থেকে একটি Glock এবং একটি Zigana পিস্তল ও প্রচুর পরিমাণ কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, গত ১২ সেপ্টেম্বর গুলি চলার সময় দিশার পৈতৃক বাড়িতে উপস্থিত ছিলেন তাঁর বাবা, মা এবং দিদি খুশবু পাটানি। দিশার বাবা জগদীশ সিং পাটানি পুলিশের অবসরপ্রাপ্ত ডেপুটি সুপারইনটেনডেন্ট। সেদিন দিশা পাটানির বাড়ির সামনে গুলি চলার পর সোশ্যাল মিডিয়ায় ঘটনার দায় স্বীকার করে রোহিত গোদারা এবং গোল্ডি ব্রার- এর গ্যাং। পোস্ট করে জানানো হয় সন্ত প্রেমানন্দ মহারাজ এবং অনিরুদ্ধচার্যের নামে দিশার দিদি খুশবু যে মন্তব্য করেছেন, তারই প্রতিশোধ হিসেবে এভাবে গুলি চালানো হয়েছে। আগামী দিনে কেউ সাধু-সন্ত কিংবা ধর্ম নিয়ে এ হেন মন্তব্য করলে, তারও এই দশাই হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল রোহিত গোদারা এবং গোল্ডি ব্রার- এর গ্যাংয়ের তরফে।